শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩৪:০১

শাহিন আফ্রিদির সঙ্গে চূড়ান্ত অমানবিক আচরণ করলো পিসিবি

শাহিন আফ্রিদির সঙ্গে চূড়ান্ত অমানবিক আচরণ করলো পিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপে ১৫ জনের দলে ফিরেছে পাকিস্তানের স্পিডস্টার শাহিন আফ্রিদি। হাঁটুতে চোটের কারণে তিনি এশিয়া কাপে খেলতে পারেননি। যার ফল পেয়েছে পাকিস্তান। বোলিং বিভাগ দাঁত ফোটাতে পারেনি। তবে বিশ্বকাপে দলে ফেরায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন পাক সমর্থকরা। 

বিশ্বকাপের আগে তিনি নেদারল্যান্ডস সিরিজে পাকিস্তানের হয়ে খেলবেন। তবে তিনি ফিজিও-র তত্ত্বাবধানে থাকবেন। এশিয়া কাপের মাঝেই ইংল্যান্ডে তার হাঁটুর অস্ত্রোপচার হয়। তবে তার চিকিৎসা নিয়ে এবার সামনে এলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গাফিলতির ঘটনা।

শাহিন আফ্রিদির সঙ্গে চূড়ান্ত অমানবিক আচরণ করেছে পিসিবি। তার পাশে দাঁড়িয়েছেন শাহিদ আফ্রিদিও। গত মাসে শাহিন আফ্রিদি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি এশিয়া কাপে দলের সঙ্গে থাকেন প্রথম দিকে। তারপর সেখান থেকে চিকিৎসার জন্য যান। ইংল্যান্ডেই তার চিকিৎসা চলে। 

সাধারণত কোনও প্লেয়ার চোট পেলে বা তার চিকিৎসার দরকার হলে তার বোর্ড খরচ দেয়। শাহিনের ক্ষেত্রে চিকিৎসার খরচ দেওয়ার কথা পিসিবির। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। শাহিন জানান যে তিনি যখন ইংল্যান্ডে ছিলেন তখন তার থাকা খাওয়ার টাকা নিজেকেই দিতে হয়ছিল। বোর্ড দেয়নি। শাহিদ আফ্রিদি সম্প্রতি এই ঘটনার কথা সামনে আনেন।

শাহিদ আফ্রিদি বলেন, “শাহিন নিজের খরচে ইংল্যান্ড গেল। সে নিজের টিকিট কাটল, নিজের খরচে হোটেলে থাকল। আমি ওর জন্য ডাক্তারের ব্যবস্থা করে দিই। তারপর সে যোগাযোগ করে। পিসিবি কিছু করেনি। সব শাহিন নিজের খরচে করেছে। তবে বোর্ড থেকে জাকির খান (ডিরেক্টর) তার সঙ্গে ১-২ বার কথা বলেছেন, কিন্তু তারপর আর কিছু হয়নি।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে