রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৪:৩৬

মেসির কথাই মনে করিয়ে দেয় জামালের খেলা

মেসির কথাই মনে করিয়ে দেয় জামালের খেলা

স্পোর্টস ডেস্ক: ৩৬ বছরে পা রেখেও লিওনেল মেসি এখনো মুহূর্তের ঝলকে ম্যাচের মোড় বদলে দিতে পারেন। শেষ দশ বছরে ‘নতুন মেসি’ খেতাব কম খেলোয়াড় পাননি, তবে মেসির মতো এভাবে ম্যাচের মোড় বদলে দিতে পারেন না তাদের কেউই। 

জার্মান কিংবদন্তি লোথার ম্যাতায়াস অবশ্য এমন একজনের দেখা পেয়ে গেছেন। বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে দেখে অন্তত এমনটাই মনে হয় তার। তাকে মেসির কথাই মনে করিয়ে দেয় জামালের খেলা।

জামাল বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন ইংল্যান্ড দলে। তবে সিনিয়র ক্যারিয়ারে তিনি বেছে নিয়েছেন জার্মানিকে। সম্প্রতি ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডকে জামালের জন্য ধন্যবাদই দিয়ে বসেছেন ম্যাতায়াস। জার্মান এই কিংবদন্তি জানালেন, জামালের খেলা এতটাই রোমাঞ্চকর যে তার ৮ বছর বয়সী ছেলেও তার ভক্ত হয়ে গেছে। 

ম্যাতায়াস বলেন, ‘তোমরা ইংল্যান্ডের তরুণ প্রজন্মের সেরা খেলোয়াড়টাকে জার্মানিতে দিয়ে দিয়েছো। সেই খেলোয়াড়টা হচ্ছে মুসিয়ালা। আমার আট বছর বয়সী ছেলের জন্য বায়ার্ন মিউনিখের ৪২ নম্বর জার্সিটা কিনতে হয়েছে, জার্মানির ১৪ নম্বর জার্সিটা। আমার ছেলে মুসিয়ালার জন্য রীতিমতো পাগল!’ 

এরপরই ম্যাতায়াস জানালেন, মুসিয়ালার বল পায়ের নৈপুণ্য তাকে মেসির কথা মনে করিয়ে দেয়, সেটা অবশ্য তিন বছর আগের মেসি যেমন খেলতেন। শেষ কয়েক বছরে মেসি গোল করছেন, করাচ্ছেনও। মুসিয়ালাও তেমন কিছুই করে চলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে