সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩৬:৪০

ভারত-পাকিস্তানের খেলা নিয়ে ব্রিটেনে উত্তপ্ত পরিস্থিতি

ভারত-পাকিস্তানের খেলা নিয়ে ব্রিটেনে উত্তপ্ত পরিস্থিতি

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত এশিয়া কাপে গত ২৮ আগস্ট ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ওই ম্যাচে হেরে যায় পাকিস্তান। আবার সুপার ফোরে ভারতকে হারায় পাকিস্তান। কিন্তু ভারত-পাকিস্তানের খেলা নিয়ে ব্রিটেনে উত্তপ্ত পরিস্থিতি। 

ভারত-পাকিস্তানকে কেন্দ্র করে লন্ডনের পাশে লিসেস্টার শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল রবিবার লিসেস্টারে যা হয়েছে তা অবাক করার মতই। এই ঘটনার জন্য না পুলিশ তৈরি ছিল না। হঠাৎ দুই দেশের নাগরিকরা একত্রিত হয়ে বাদি-বিবাদে জড়িয়ে পড়ে। 

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় কাচের বোতল। হাতে লাঠি নিয়ে চলে ভাঙচুর। একদল লোক মাস্ক ও মাথা ঢাকা পোশাক পড়ে দাপিয়ে বেড়ায়। ব্রিটেনের পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উপস্থিত সকলেই ক্রিকেট সমর্থক। এশিয়া কাপে পাকিস্তানের হারের পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় মানুষ। তাদের আটকাতে অনেক কাঠখড় পোড়ায় পুলিশ। কিন্তু শেষ রক্ষা হয়নি। রোববারই দুই দলের মধ্যে শুরু হয় ঝামেলা।

লিসেস্টার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ‘প্রশাসনের কাছে হাঙ্গামা এবং ভাঙচুরের খবর রয়েছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে। পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিস। লিসেস্টারে মল্টেন রোডের উপর একটি ধর্মীয় আবাসের সামনে এক বিশেষ ধরনের পতাকা তোলার একটি ভিডিও ভাইরাল হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে