সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৪:০২

এ যেন নারী রোনালদো! শাড়ি পরে ফুটবল মাঠ কাঁপালেন এমপি

এ যেন নারী রোনালদো! শাড়ি পরে ফুটবল মাঠ কাঁপালেন এমপি

স্পোর্টস ডেস্ক: পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অ্যান্থেমে পরিণত হয়েছিল 'খেলা হবে' স্লোগান৷ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনুপ্রেরণায় নারী-পুরুষ নির্বিশেষে সব নেতাদের আক্ষরিক অর্থেই নামতে দেখা গিয়েছে মাঠে-ময়দানে৷

নারীর ক্ষমতায়নের বার্তা দিতে গত খেলা হবে দিবসে শাড়ি পরে ফুটবল খেলতে নেমেছেন মহিলারা৷ সেদিনই ফুটবলার অবতারে দেখা গিয়েছিল মহুয়া মৈত্রকেও৷ শাড়ি পরেই ফুটবলে লাথি মেরেছিলেন তৃণমূল সাংসদ৷ আবারও ফিরে এলো তার সেই 'রোনালদো' অবতার৷ 

এ বার কৃষ্ণনগরে৷ এ যেন নারী রোনালদো! শাড়ি পরে ফুটবল মাঠ কাঁপালেন এমপি। সাংসদ কাপ টুর্নামেন্টের ফাঁকে শাড়ি পরেই মাঠে নেমে ফের বাঙালির প্রিয় ফুটবলে মাতলেন মহুয়া মৈত্র৷ কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর থেকে আটদলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি হয় রোববার। 

দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে আয়োজিত কৃষ্ণনগর সাংসদ কাপ জেতে দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ মহুয়া মৈত্র। এই খেলারই ফাঁকে একবার নিজেও মাঠে নেমে পড়েন কৃষ্ণনগরের সাংসদ৷ নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন তিনি৷ 

সেখানে দেখা যাচ্ছে, শাড়ি পরে বারপোস্টের সামনে দাঁড়িয়ে গোল বাঁচাচ্ছেন মহুয়া মৈত্র৷ আর একটি ছবিতে তো তিনি পুরো রোনালদো! ডান হাতে শাড়ির কুঁচি ধরে সপাটে শট মারছেন ফুটবলে৷ পোস্টের ক্যাপশনে মহুয়া লিখেছেন, "কৃষ্ণনগর সাংসদ কাপ টুর্নামেন্টের ফাইনালের মজার মুহূর্ত৷ আর হ্যাঁ, আমি শাড়ি পরেই খেলি৷"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে