স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত এশিয়া কাপে বিরাট কোহলি চেনা ফর্মে ফিরলেও ভারত ডুবেছে । তাই ক্রিকেটভক্তদের আলোচনার শেষ নেই। আসন্ন টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি ও ভারতের খেলা নিয়ে নিরন্তর জল্পনা চলছে দেশটির সর্বক্ষেত্রে।
তবে যাদের নিয়ে এতো আলোচনা, তারা কোথায়? নতুন হেয়রাস্টাইল করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ঘুরে বেড়াচ্ছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামীকাল থেকে সিরিজ শুরু হবে। তার আগে ক্রিকেট বাদ দিয়ে টিকটক ভিডিও করে বেড়াচ্ছেন কোহলি-হার্দিকরা।
ভিডিও রিলসে ফুরফুরে মেজাজে বিরাট। সতীর্থ হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে একটি ভিডিও রিল বানিয়েছেন তিনি। বর্তমানে খুব জনপ্রিয় গান শাকাবুমের সঙ্গে নাচ করেছেন ভারতীয় দলের দুই তারকা। দুই তারকাকে এমন ফুরফুরে মেজাজে দেখতে পেয়ে নেটিজেনরাও বেশ বিস্মিত।
বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার জন্যই পরপর দুটি টি-২০ সিরিজ খেলবে ভারত। বিশেষজ্ঞদের অনুমান, এই দুই সিরিজ থেকেই মোটামুটি আন্দাজ পাওয়া যাবে, বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স কেমন হতে পারে। এশিয়া কাপের ভুল যাতে আবার না হয়, সেদিকে কড়া নজর রেখেই তৈরি করা হচ্ছে রোহিত ব্রিগেডকে।