মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৫:৪৪

টি-২০ বিশ্বকাপ হবে এই ৯টি নতুন নিয়মেই, জেনে নিন নিয়মগুলো

টি-২০ বিশ্বকাপ হবে এই ৯টি নতুন নিয়মেই, জেনে নিন নিয়মগুলো

স্পোর্টস ডেস্ক: আইসিসির মুখ্য কার্যকরী সমিতির বৈঠক হল মঙ্গলবার। যে সমিতির প্রধান ছিলেন সৌরভ গাঙ্গুলি। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১ অক্টোবর থেকে ক্রিকেটের বেশ কিছু নিয়ম বদলে যাবে। অর্থাৎ, টি-২০ বিশ্বকাপে খেলা হবে এই ৯টি নতুন নিয়মেই, জেনে নিন নিয়মগুলো।

মাঁকড়ীয় পদ্ধতিতে রান আউট: নন স্ট্রাইকারের দিকে দাঁড়িয়ে থাকা ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে বোলার তাকে রান আউট করতে পারেন। এখন থেকে মাঁকড়ীয় পদ্ধতিতে রান আউট করলে সেটাকে অসৎ উপায়ে আউট করা বলে ধরা হবে না। এখন থেকে মাঁকড়ীয় পদ্ধতিতে আউট করলে সেটাকে রান আউট হিসাবেই ধরা হবে।

নতুন ব্যাটার নামার নির্ধারিত সময়: টেস্ট এবং এক দিনের ক্ষেত্রে এক জন ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটার দুমিনিট সময় পাবেন ক্রিজে এসে ব্যাট করার জন্য তৈরি হতে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে সময় দেওয়া হবে মাত্র ৯০ সেকেন্ড।

পিচের বাইরে ব্যাট করলে ডেড বল: এক জন ব্যাটার যদি ব্যাট করার সময় পিচের বাইরে চলে যান তা হলে সেটাকে ‘ডেড বল’ হিসাবে ধরা হবে। কোনও বল যদি ব্যাটারকে বাধ্য করে ব্যাটারকে পিচের বাইরে যেতে তা হলে সেটাকে ‘নো বল’ ধরা হবে।

বল করার সময় নড়াচড়া: এক জন বোলার যখন বল করছেন, সেই সময় কোনও ফিল্ডার যদি জায়গা বদল করেন বা ইচ্ছাকৃত ভাবে নড়াচড়া করা হয় তা হলে ব্যাটিং সাইডকে পাঁচ রান পেনাল্টি হিসাবে দেওয়া হবে। বলটিকেও ‘ডেড বল’ ধরা হবে।

রান আউটের নিয়ম বদল: বল করার সময় কোনও ব্যাটার যদি ক্রিজে বাইরে চলে আসেন তা হলে বোলার বল ছুড়ে রান আউট করতে পারতেন। এখন সেটা হলে ‘ডেড বল’ বলা হবে।

বলে থুতু লাগানো নিষেধ: শেষ দুই বছর বলে থুতু লাগানো নিষেধ ছিল। পাকাপাকি ভাবে বলে থুতু লাগানো নিষেধ করে দিল আইসিসি। এই নিয়মের ফলে ব্যাটারদের জন্য বাড়তি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

সময়ের মধ্য ওভার: সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে এক জন ফিল্ডার ৩০ গজের মধ্যে বেশি রাখতে হত। এই নিয়ম এত দিন ছিল শুধু টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য। বিশ্বকাপ সুপার লিগ ২০২৩ এর পর থেকে এক দিনের ক্রিকেটেও এই নিয়ম চালু করা হবে।

হাইব্রিড পিচ: এত দিন শুধু মেয়েদের টি-২০ ক্রিকেটে হাইব্রিড পিচে খেলার নিয়ম ছিল। এখন থেকে ছেলেদের ক্রিকেটেও (শুধু সাদা বলের ক্রিকেটে) হাইব্রিড পিচ ব্যবহারের অনুমতি দিল আইসিসি। হাইব্রিড পিচ হল কৃত্রিম ভাবে তৈরি পিচ যেখানে প্রাকৃতিক ভাবে ঘাস গজায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে