মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৫৮:১১

এবার সাবেক ক্রিকেটারদের এক হাত নিলেন বাবর আজম

এবার সাবেক ক্রিকেটারদের এক হাত নিলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণার পরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ। বাবরের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই সমালোচনার জবাবে এবার সাবেক ক্রিকেটারদের এক হাত নিলেন বাবর আজম। 

আকিবকে ব্যক্তি আক্রমণ বন্ধ করার পরামর্শ দিলেন তিনি। সেই সঙ্গে জানালেন, দলের বাইরে কে কি বলল সে কথা শোনেন না তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে বাবরকে তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করা হয়। 

জবাবে আকিবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘হতে পারে উনি এ রকম ভাবেন। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে সেটা পাকিস্তানের ভালর জন্য হওয়া উচিত। আমরা তার কথা শুনতে যাই না। আমরা বাইরের কথা দলের ভিতরে আলোচনা করি না। প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারে খারাপ সময় আসে। কাউকে ব্যক্তি আক্রমণ করা উচিত নয়।’’

পাকিস্তানের দল ঘোষণার পরে সংবাদমাধ্যমে আকিব বলেন, ‘‘আমার সব সময় ওপেনার হিসাবে এই দুজনের (পড়ুন বাবর-রিজওয়ান) উপরেই ভরসা করি কিন্তু ১৫০ থেকে ১৬০ রান তাড়া করতে হলে সেটা ঠিক আছে। ১৮০ রান তাড়া করতে হলে ওরা জেতাতে পারবে কি না সন্দেহ আছে।”

আকিব আরও বলেন, “পাকিস্তান সুপার লিগে আমাদের বিরুদ্ধে ১৮০ রান তাড়া করার সময় আমরা বাবরকে আউট করার চেষ্টা করতাম না। কারণ জানতাম, সে নিজের ছন্দে খেললে প্রয়োজনীয় রানরেট ক্রমাগত বাড়বে। তাতে আমাদেরই সুবিধা হবে।’’ উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগে বাবর খেলেন করাচি কিংসের হয়ে। অন্য দিকে লাহৌর কলন্দর্সের প্রধান কোচ আকিব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে