বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০৪:৪৯

আবারও সেই ১৯তম ওভার, বার বার একই ভুল রোহিত শর্মার

আবারও সেই ১৯তম ওভার, বার বার একই ভুল রোহিত শর্মার

স্পোর্টস ডেস্ক: আবারও সেই ১৯তম ওভার, বার বার একই ভুল রোহিত শর্মার। ভারতীয় অধিনায়ক কি ভুল থেকে শিক্ষা নেন না? নাকি একই ভুল বার বার করে যাওয়া অভ্যাসে পরিণত হয়েছে তার? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের পর এই প্রশ্নই উঠছে।

এশিয়া কাপে বার বার ব্যর্থতার পর কেন সেই ভুবনেশ্বর কুমারকেই ১৯তম ওভার দেওয়া হল? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের যদিও বা জেতার ক্ষীণ আশা ছিল, মঙ্গলবার ভুবনেশ্বরের ওই একটা ওভার ম্যাচ শেষ করে দিয়ে গেল। ১৮তম ওভারের শেষে অস্ট্রেলিয়ার জিততে দরকার ছিল ১৮ রান। 

টি-২০ ম্যাচে এই পরিস্থিতিতে ম্যাচ জেতা যায় না, এমনটা নয়। কিন্তু ভুবনেশ্বর সেই সুযোগটাও বাঁচিয়ে রাখেননি। প্রথম বলটিই করলেন ওয়াইড। পরের তিন বল থেকে এলো আরও তিন রান। শেষ দিন বলে তিনটি চার মারলেন ম্যাথু ওয়েড। এক ওভারে উঠল ১৬ রান। 

শেষ ওভারে অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা দাঁড়াল দুই রান। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ওভারে একটিও উইকেট না নিয়ে ৫২ রান দিলেন ভুবনেশ্বর। ১৯তম ওভারে তার বোলিং কতটা খারাপ, এশিয়া কাপের দুটি ম্যাচের উদাহরণ দিলেই বোঝা যাবে। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। 

পাকিস্তানের জিততে ১২ বলে ২৬ দরকার ছিল। একটি ছয় এবং দুটি চার-সহ সেই ওভারে ১৯ রান দেন ভুবনেশ্বর। সেই ওভারেই ম্যাচ বেরিয়ে যায়। শ্রীলঙ্কা ম্যাচেও একই দৃশ্য। সেই ম্যাচে ১২ বলে শ্রীলঙ্কার জিততে দরকার ছিল ২১। ভুবনেশ্বর দিলেন ১৪ রান।

টি-২০ বিশ্বকাপের দলে রয়েছেন ভুবনেশ্বর। কোন যুক্তিতে টি-২০ দলে রয়েছেন, সেটার সপক্ষে যুক্তিও পাওয়া যাচ্ছে না। মাঝে দুই-একটি ম্যাচ ছাড়া ভুবনেশ্বর এমন কিছু আহামরি বোলিং করেননি, যাতে তার অস্ট্রেলিয়ার বিমানের টিকিট নিশ্চিত হয়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে