বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৭:৪৩

১৭ সদস্যের দল ঘোষণা করল বিসিবি

১৭ সদস্যের দল ঘোষণা করল বিসিবি

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। 

২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম অনুষ্ঠিতব্য দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার জন্য ছুটি নেওয়ায় এই সিরিজে তাকে পাওয়া যাবে না। তার অবর্তমানে আমিরাতে দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান।

আমিরাত সফরের দলে নেই অলরাউন্ডার মেহেদী হাসানও। পারিবারিক সমস্যার কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, মেহেদীর কিছু পারিবারিক সমস্যা আছে। সে জন্য এই সিরিজ থেকে সে ছুটি নিয়েছে। 

বাংলাদেশ দল: নুরুল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে