শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪৪:৩৫

কে বলেছে ফুরিয়ে গেছে, ব্যাট হাতে ঝড় তুললেন শচীন

কে বলেছে ফুরিয়ে গেছে, ব্যাট হাতে ঝড় তুললেন শচীন

স্পোর্টস ডেস্ক: পেশাদার ক্রিকেট থেকে সরে গিয়েছেন ৯ বছর আগে কিন্তু এখনও ফুরিয়ে যায়নি মাস্টার ব্লাস্টারের ম্যাজিক। কে বলেছে ফুরিয়ে গেছে, ব্যাট হাতে ঝড় তুললেন শচীন টেন্ডুলকার। লেজেন্ডস লিগে মাত্র ২০ বলে ৪০ রানের ইনিংস খেলে ক্রিকেটপ্রেমীদের মন ভরিয়ে দিয়েছেন শচীন। 

তার একটি শট দেখে ক্রিকেটপ্রেমীরা ফিরে গিয়েছেন ২৪ বছর আগের শারজার সেই বিখ্যাত মরুঝড়ের ইনিংসে। দুটি ম্যাচেই হুবহু একই রকমের শট খেলেছেন শচীন। সেই ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ নেটিজেনরা। সময় বদলে গেলেও খেলোয়াড়ের মান পালটায় না, আরও একবার সেই কথা প্রমাণ করে দিলেন গড অফ ক্রিকেট। 

নেটিজেনরা দাবি তুলেছেন, বিশ্বকাপের জন্য তৃতীয় ওপেনার হিসাবেও তো শচীনের কথা ভাবাই যায়। রোড সেফটি লিগে ইন্ডিয়ান লেজেন্ডস দলের অধিনায়কত্ব করছেন শচীন। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুরন্ত ফর্মে ধরা দিলেন মাস্টার ব্লাস্টার। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেই আগ্রাসী গতিতে রান তুলতে শুরু করেন শচীন। 

ম্যাচের তৃতীয় ওভারেই বোলার ক্রিস ট্রেমলেটকে দুটি ছয় মারেন তিনি। ওই ওভারেই একটি চারও আসে শচীনের ব্যাট থেকে। রানের গতি দেখে শচীনভক্তরা একপ্রকার ধরেই নিয়েছিলেন, অন্তত হাফ সেঞ্চুরি করবেন তাদের প্রিয় তারকা। কিন্তু সেই আশা পূর্ণ হয়নি। ৪০ রান করেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় শচীনকে।

ম্যাচের মধ্যে শচীনের বিশেষ একটি শট নিয়েই উচ্ছ্বসিত নেটিজেনরা। ম্যাচের তৃতীয় ওভারে ট্রেমলেটকে একটি ছয় মারেন তিনি। ক্রিজ থেকে বেশ খানিকটা বেরিয়ে এসে বোলারের মাথার উপর দিয়ে ছয় মারেন শচীন। সেই শট দেখেই নেটিজেনরা ফিরে গিয়েছেন ২৪ বছর আগের শারজায়। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিখ্যাত ১৩৪ রানের মরুঝড়ের ইনিংসকে মনে করিয়ে দিয়েছেন শচীন। ওই ম্যাচেও একইভাবে একটি ছয় মেরেছিলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি আমরা ১৯৯৮ সালে ফিরে গিয়েছি? এই শট দেখার পরে নেটিজেনরা শচীনের ইনিংসকে ‘শারজা ২.০’ নাম দিয়েছেন। 

অনেকে আবার আসন্ন টি-২০ বিশ্বকাপে শচীনকে দলে নেওয়ার কথাও ভেবে দেখতে বলছেন। বেশ কিছুদিন ধরেই ভারতীয় দলের ওপেনিং জুটিতে আগ্রাসী গতিতে রান তুলতে সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিরাট কোহলিকে দিয়ে ওপেন করানো যেতে পারে কিন্তু বৃহস্পতিবার শচীনের ইনিংস দেখার পরে নেটিজেনদের মত, তৃতীয় ওপেনার নিয়ে তো আর ভাবার দরকার নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে