শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১:০৬

করাচি স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে রানের নতুন রেকর্ড!

করাচি স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে রানের নতুন রেকর্ড!

স্পোর্টস ডেস্ক: ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়েই স্বাগতিকদের হারায় ইংল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ১৯৯ রান করেও হার এড়াতে পারেনি ইংলিশরা।

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয়ে সিরিজে ফেরে পাকিস্তান। শুক্রবার সাত ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ফের রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। এদিন টস হেরে আগে ব্যাটিং করে ইংলিশরা। 

হ্যারি ব্রুকসের ৩৫ বলের অপরাজিত ৮১ এবং বেন ডাকেটের ৭০ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২১ রানের নতুন রেকর্ড গড়ে ইংল্যান্ড। করাচি স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে কোনো দলের এটাই সর্বোচ্চ স্কোর।  এর আগে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে ২০৮ রান করে ছিল পাকিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে