মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২২:৩৭

এক রান আউট নিয়ে ক্রিকেট বিশ্বে কেন এতো তর্কাতর্কি!

এক রান আউট নিয়ে ক্রিকেট বিশ্বে কেন এতো তর্কাতর্কি!

স্পোর্টস ডেস্ক: লর্ডসে শনিবার ইংল্যান্ড আর ভারতের নারী ক্রিকেট দলের মধ্যে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে শেষ ডিসমিস্যাল ছিল ওটা- যার সুবাদে ভারত ম্যাচটা ১৬ রানে জিতে যায়। সঙ্গে প্রথমবারের মতো হোয়াইটওয়াশও করে ইংল্যান্ডকে।

তবে সেই আউটের ধরনটা সাধারণ ছিল না মোটেই, যা ক্রিকেটের 'স্পিরিট'কে লঙ্ঘন করেছে বলে অনেকেই অভিযোগ করছেন। আবার অন্য একটা দলের পরিষ্কার মত হচ্ছে, দীপ্তি শর্মা কিছু অন্যায় করেননি- যা করেছেন পরিষ্কার খেলার আইনের মধ্যে থেকেই করেছেন।

ইংল্যান্ডকে সেদিন প্রায় জয়ের কাছাকাছি নিয়ে যাওয়া চার্লি ডিন যেভাবে আউট হয়েছিলেন সেটা কিন্তু সাধারণ রান আউট ছিল না- বরং নন-স্ট্রাইকার এন্ডে থাকা অবস্থায় বোলারের হাত থেকে বল ডেলিভারির আগেই ক্রিজ থেকে বেরিয়ে যাওয়ার মাশুল দিতে হয়েছিল তাকে।

বোলার দীপ্তি শর্মা সেটা খেয়াল করেই থেমে গিয়ে তার এন্ডের বেল উড়িয়ে দেন। টিভি আম্পায়ার পুরো ঘটনাটা পর্দায় দেখে ডিনকে আউট ঘোষণা করেন। রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা ম্যাচটা ভারত জেতে ঠিকই কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় তর্কবিতর্ক।

বস্তুত এই ইস্যুতে ক্রিকেট বিশ্বও কিন্তু পরিষ্কার দু'ভাগ হয়ে গেছে। ইংল্যান্ড ও ভারতের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা টুইটারে এসে মতামত দিতে শুরু করেছেন, এভাবে আউট করাটা উচিত হয়েছে কি হয়নি। সেই সব মন্তব্য অনেক ক্ষেত্রেই আক্রমণ বা তির্যক কটাক্ষ, বিদ্রূপেও রূপ নিচ্ছে।

দীপ্তি শর্মা নিজে দাবি করেছেন, ক্রিজ থেকে বারবার বেরোনোর জন্য তিনি চার্লি ডিনকে অনেক আগেই সতর্ক করেছিলেন। যার জবাবে ইংল্যান্ড দলের ক্যাপ্টেন হেদার নাইট এদিন পাল্টা টুইট করেছেন - যার অর্থ দাঁড়ায় শর্মা সত্যি কথা বলছেন না। এক রান আউট নিয়ে ক্রিকেট বিশ্বে এতো তর্কাতর্কি শুরু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে