বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৫:০৮

গ্রেফতারি পরোয়ানা জারি, আইপিএল তারকাকে খুঁজছে ইন্টারপোল

গ্রেফতারি পরোয়ানা জারি, আইপিএল তারকাকে খুঁজছে ইন্টারপোল

স্পোর্টস ডেস্ক: সন্দীপ লামিছানের উপর চাপ বাড়ছে। ধ'র্ষ'ণে অভিযুক্ত নেপালের অধিনায়ক দেশে পর্যন্ত ফিরতে পারছেন না। এমন অবস্থায় তার খোঁজের জন্য ইন্টারপোলের সাহায্য নিয়েছে নেপালের পুলিশ। তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। 

গ্রেফতারি পরোয়ানা জারি, আইপিএল তারকাকে খুঁজছে ইন্টারপোল। যদিও ফের একবার সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা করলেন এই তারকা লেগ স্পিনার। কয়েক দিন আগে এই একই ইস্যু নিয়ে ইনস্টাগ্রামে নিজের স্বপক্ষে বক্তব্য রেখেছিলেন সন্দীপ।

রোববার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করে সন্দীপ লিখেছেন, 'আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছি। শারীরিক ও মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছি। আমার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি চাই আমি। একটু সুস্থ হলেই আমি দেশে ফিরে যাব।' 

তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই সন্দীপ বলেছিলেন, খেলা থেকে বিরতি নিয়ে দেশে ফিরে আইনি লড়াই করবেন কিন্তু নেপালে ফিরে আসেননি তিনি। এ দিকে সন্দীপকে খুঁজতে এ বার ইন্টারপোলের সাহায্য নিচ্ছে সে দেশের পুলিশ। এক নাবালিকাকে ধ'র্ষ'ণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। 

তার বি'রু'দ্ধে গ্রে'ফতা'রি পরো'য়ানাও জারি করা হয়। কিন্তু দেশে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েও তিনি নেপালের আদালতে এসে হাজিরা দেননি। তবে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় রয়েছেন তিনি। সব মিলিয়ে নেপাল পুলিশের মনে হয়েছে, ইন্টারপোলের সাহায্য ছাড়া সন্দীপকে নেপালে ফিরিয়ে আনা সম্ভব নয়। 

নেপাল পুলিশের মুখপাত্র তেক প্রসাদ রাই বলেছেন, 'আমরা আশা করছি, এই ভাবে আমরা সন্দীপের নাগাল পাব। তার বিরুদ্ধে নাবালিকাকে ধ'র্ষ'ণের অভিযোগ রয়েছে। তার তদ'ন্ত করতে সন্দীপের নেপালে থাকা দরকার।' ২০১৮ সাল থেকে দুই বছর দিল্লি ক্যাপিটালস দলের হয়ে আইপিএল খেলেছিলেন সন্দীপ।

নেপালের একমাত্র খেলোয়াড় হিসাবে কোটি টাকার লিগে সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর থেকেই নেপাল ক্রিকেটের 'পোস্টার বয়' হিসাবে উঠে আসেন সন্দীপ। সেই নাবালিকা তরুণী এবং তার পরিবারের অভিযোগ ছিল অগাস্ট মাসেই কাঠমান্ডুর এক হোটেলে ওই তরুণী ধ'র্ষ'ণ করেছিলেন লামিচানে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে