বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৪:৪৫

অক্ষত স্পেনের দূর্গ, ব্যর্থ রোনালদোর পর্তুগাল

অক্ষত স্পেনের দূর্গ, ব্যর্থ রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: বিগত দশ বছরে স্পেনের বিরুদ্ধে এক বারও জিততে পারেনি পর্তুগাল। যখনই স্প্যানিশ দলের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল তখন হয় হেরে অথবা কোনও ক্রমে ড্র করেছে কিন্তু অধরা রয়ে গিয়েছে জয়। 

আশা করা হয়েছিল উয়েফা নেশনস লিগের ম্যাচে সেই অধরা জয়ের দেখা হয়তো পাবে পর্তুগাল। কিন্তু অক্ষত থাকলো স্পেনের দূর্গ, ব্যর্থ হলো রোনালদোর পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্ডেজ, দিয়েগো জোটারা বারবার হারের লজ্জা থেকে মুক্তি দেবেন এমনটা আশা করা হলেও ফলত তেমন কিছু ঘটেনি। 

বরং ডিফেন্সের ভুলে শেষ মুহূর্তে আলভারো মোরাতার গোলে আবারও হারতে হল পর্তুগালকে। নিজেদের ঘরের মাঠে প্রথম থেকেই স্পেনের উপর চাপ বজায় রেখেছিল পর্তুগাল। গোটা ম্যাচে দাপটের সঙ্গে খেলে ক্রিশ্চিয়ানোর দল কিন্তু কাঙ্খিত গোলের দেখা পাননি একটিও। আক্রমণে মুহুর্মুহু আক্রমণ তুলে আনলেও গোলের দেখা পায়নি পর্তুগিজরা।

বিরাট উচ্চতায় এই ম্যাচে নিজেকে মেলে ধরেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। মোট চারটি গোলমুখী শট রক্ষা করেন তিনি যার মধ্যে তিনটি ছিল বক্সের মধ্যে থেকে। ক্রিশ্চিয়ানো রোনালদো শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থাকলেও দলকে জয় এনে দিতে পারেননি। ম্যাচের ৮৮ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন।

এই ম্যাচে হারের ফলে উয়েফা নেশনস লিগ লিগ 'এ'তে গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে শেষ করল পর্তুগাল। ৬ ম্যাচে তিনটি জয় এবং একটি ড্র নিয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। শীর্ষে রয়েছে স্পেন। ৬ ম্যাচে তিনটি জয় এবং দু'টি ড্র করে তাদের পয়েন্ট ১১। ৬ ম্যাচে ৯ পয়েন্টে নিয়ে সুইজারল্যান্ড শেষ করেছে তৃতীয় স্থানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে