বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৯:০৬:১৯

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন মেসি!

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন মেসি!

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি যাকে মনে করা হয় বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটনলার। তবে এবার লিওনেল মেসিকে চোখের সামনে খেলতে দেখে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি সমর্থক।

এমনকি খালি গায়ে মরিয়া হয়ে ছুটে আসেন সই নিতে। সেই সই নেওয়ার সময়েই হল বিপত্তি। ওই সমর্থককে আটকাতে আসা এক নিরাপত্তারক্ষী টাল সামলাতে না পেরে সোজা ধাক্কা দিলেন খোদ মেসিকেই!

আর সেই ধাক্কা সামলাতে না পেরে মেসি প্রায় মাটিতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন মেসি! মেসিও মেজাজ হারাননি।

মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে নিউ জার্সির রেড বুল স্টেডিয়ামে। প্রস্তুতি ম্যাচে জামাইকার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। বিরতির সময় মেসি ফিরছিলেন সাজঘরে। এমন সময় খালি গায়ে এক সমর্থক দৌড়ে মেসির সামনে এসে তাঁকে অনুরোধ করেন পিঠে সই করে দিতে। মেসি আপত্তি করেননি। সই করতেই যাচ্ছিলেন।

এমন সময় তিন জন নিরাপত্তারক্ষী এসে ওই সমর্থককে বাধা দিতে যান। সেই কাজ করতে গিয়ে এক নিরাপত্তারক্ষী মেসিকে সজোরে ধাক্কা দেন। টাল সামলাতে না পেরে মেসি পড়েই যাচ্ছিলেন। তবে নিজেকে সামলে নেন। নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেন ওই সমর্থকের উপর কড়া ব্যবস্থা না নিতে।

শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন আর এক সমর্থক দৌড়ে এসে মেসির সঙ্গে নিজস্বী তুলতে চেয়েছিলেন। তাঁকেও আটকে দেন নিরাপত্তারক্ষীরা। তবে সে যাত্রায় কোনও বিপদ ঘটেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে