স্পোর্টস ডেস্ক: লা লীগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ধারের খেলোয়াড় হিসেবে খেলছেন এসি মিলানের তারকা তেরেস। তবে সম্প্রতি বেশ জোরসে খবর শোনা যাচ্ছে মাদ্রিদে নিয়মিত হতে যাচ্ছেন তিনি ।
তবে ২০১৫-১৬ মৌসুমের শেষভাগে এসি মিলানের সঙ্গে তার ওই চুক্তির মেয়াদ শেষ হবে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৬ ম্যাচ থেকে দুটি মাত্র গোল আদায় করতে সক্ষম হয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। তবে ১৬ ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলার সুযোগ পান তিনি। ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য একজন প্রতিনিধি অ্যাথলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে সময় নির্ধারণ করেছেন।
দি সানকে ওই প্রতিনিধি বলেন, ‘বিষয়টি নিয়ে তোরেস ও সিমিওনে একান্তে বৈঠক করবেন। মাদ্রিদের সমর্থকরা টরেসকে অনিয়মিত দেখতে চাননা। তার কাছে এমন প্রস্তাব রয়েছে, যা গ্রহণ করলে তিনি হবেন বিশ্বের সর্বাধিক বেতনধারী ফুটবলার এবং তার পেছনে অবস্থান করবেন মেসি- কিশ্চিয়ানোর মত নামি দামি ফুটবলাররা। তবে সেটি কোন বিষয় নয়, সবকিছু নির্ভর করছে ক্লাবের আগ্রহের ওপর।’
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর