শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৯:২৭

নাটকীয় সিদ্ধান্তে ব্যাট হাতে রাজত্ব দেখালেন হাশিম আমলা

নাটকীয় সিদ্ধান্তে ব্যাট হাতে রাজত্ব দেখালেন হাশিম আমলা

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে নাটকীয় সিদ্ধান্ত নিয়ে চমকে দেন দক্ষিণ আফ্রিকার তারকা হাশিম আমলা। আমলার নাটকীয় সিদ্ধান্তটাই আসলে সঠিক।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ব্যাটিং রাজত্ব দেখিয়ে নিজেকে অসাধারণ প্রমাণ করেছেন হাশিম আমলা। ৪ ম্যাচের টেস্ট সিরিজে আগে লজ্জাজনকভাবে হেরে যায় দক্ষিণ আফ্রিকা।

একটি ম্যাচ ড্র হয়। একদিকে ভারতের বিপক্ষে টেস্টে হোয়াইট ওয়াশ অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থতা তাড়া করে হাশিম আমলাকে। পরাজয়ের দায়ভার এড়াতে নাটকীয়ভাবে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান আমলা।

নিজেকে ভারমুক্ত করার পরে ব্যাট হাতে সাফল্য পান আমলা। কয়েকদিন আগে দায়িত্ব ছাড়ার পর দুটি সেঞ্চুরি পেয়েছেন হাশিম আমলা। শেষ টেস্টে আমলার ব্যাটে মান রক্ষার পথে দক্ষিণ আফ্রিকা।

হাশিম আমলা ১০৯ রানের ইনিংস উপহার দিয়েছেন। সুপার স্পোর্টস পার্কের সেঞ্চুরিয়ানে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ এরই মধ্যে ৩২৯ রান।  

টস জিতে ব্যাটিং নেন এবি ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্স ব্যাট হাতে ডাক মারেন এদিন। তবে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ক্রিগ কুকও। লক্ষ্য করলে দেখা যায়, হাশিম আমলা এবিকে দায়িত্ব দিয়ে যেন হাফ ছেড়ে বেঁচেছেন।

এবির ব্যাটিং দ্রুতি ক্রমশই হারিয়ে যাচ্ছে। তার ব্যাটে ইদানিং ঝলক দেখা যাচ্ছে না। আর বেশ কয়েক মাস বাজে ফর্মে থাকা আমলা ফিরে পেতে শুরু করেছেন নিজেকে।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে