শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১০:৩৪:৩৯

আইসিসিতে ফের বিশ্বসেরা আফ্রিদি, যে টাইগার রয়েছেন তালিকায়

আইসিসিতে ফের বিশ্বসেরা আফ্রিদি, যে টাইগার রয়েছেন তালিকায়

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হয়ে ক্রিকেট বিশ্বে ঝলক দেখানো এক নায়কের নাম আফ্রিদি। বলা হয়ে থাকে আফ্রিদি তার নিজ নিজ বৃত্তে সেরা ক্রিকেটার। তবে এবার এই ধারনাই পাল্টে দিয়েছেন তিনি।  

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ হারে পাকিস্তান। ২-১ ব্যবধানে পাকিস্তান সিরিজ হারলেও বিশ্বসেরা হিসাবে ফের আলোচনায় এসেছেন আফ্রিদি।

টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ দশ উইকেট সংগ্রহকারীর তালিকায় নাম্বার ওয়ান শহীদ আফ্রিদি। পাকিস্তানের শহীদ আফ্রিদি ৯০ ম্যাচে নিয়েছেন ৯১ উইকেট। আর এর সুবাধে সর্বোচ্চ উইকেট শিকারি হিসাবে নতুন বছরেও বিশ্বসেরা হয়েছেন তিনি।  

দ্বিতীয়স্থানে রয়েছেন উমর গুল ও সাঈদ আজমল। তাদের উইকেট সংখ্যা ৮৫ টি। তৃতীয় স্থানে ৭৪ উইকেট নেয়া লাসিথ মালিঙ্গা। ৬৬ উইকেট নেয়া অজন্তা মেন্ডিস ৪র্থ স্থানে রয়েছেন।

স্টুয়ার্ট ব্রড ৬৫ উইকেট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন। ৫৫টি উইকেট নিয়ে ডেল স্টেইন ও নাথান ম্যাককালাম ছয় নম্বরে রয়েছেন। ৫০টি উইকেট শিকার করা এক মাত্র বাংলাদেশি সাকিব রয়েছেন এই রেকর্ড তালিকার দশ নম্বরে।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে