শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১০:৪৮:৫০

বালকের বিস্ময়কর ফুটবলশৈলীতে অবাক বিশ্ব

বালকের বিস্ময়কর ফুটবলশৈলীতে অবাক বিশ্ব

স্পোর্টস ডেস্ক: নাম ওমারি হুসিনসন। বয়স মোটে ১২। আর্সেনাল অনূর্ধ্ব-১২ দলের নির্ভরতার প্রতিক। এই বয়সে ফুটবলে তার দক্ষতা দেখে যে কেউ বলে দিতে পারেন তিনিই হতে যাচ্ছে আগামীর মেসি কিংবা নেইমার। এছাড়া ‘ঈর্ষা’য় ফেলে দিতে পারেন ক্রিশ্চিয়ানোর কারিশমাকে।


ওমারি বল পায়ে সর্বদাই অপ্রতিরোধ্য। ফ্রিস্টাইল কারিকুরিতে তার পায়ের কাজ দেখে যে কারো চোখ কপালে উঠবে। শুধু কারিকুরি নয়, দূর থেকে গোলে শট নিতেও তার জুড়ি মেলা ভার। এই বয়সেই সে ইনসুইং আউট-সুইংয়ের কৌশল রপ্ত করেছে!
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে