স্পোর্টস ডেস্ক: শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
১৬৪ টেস্টে ১১ হাজার ৮৬৭ রান নিয়ে টেস্টে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ২২ বছরের ক্যারিয়ার শেষ করতে হলো এই বাঁহাতিকে। তবে ইচ্ছে করলে তিনি আর মাত্র ৮৭ রান করে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকতে পারতেন। ১১ হাজার ৯৫৩ রান নিয়ে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রায়ান লারা।
২০১৫ সালের মেতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছিলেন চন্দরল। তিন টেস্টে ছয় ইনিংস মিলে মাত্র ২ রান করেছিলেন। তাই তাকে বাদ দেয়া হয়েছিল জাতীয় দল থেকে। তবে তার অবসরের আরেকটি কারণ হচ্ছে, তার মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে (এমসিএল) খেলতে যাওয়া। দুবাইয়ে আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সব ধরনের পেশারদার ক্রিকেটকে থেকে অবসর নেওয়া ক্রিকেটাররাই কেবল অংশ নিতে পারবেন। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে ৩০ হাজার মার্কিন ডলারে চন্দপরপলকে নিলামে দলে নিয়েছে জিমিনি অ্যারাবিয়ানস।
প্রসঙ্গত, চন্দরপলের টেস্ট অভিষেক হয়েছিল ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। মোট ১৬৭ টেস্টে ৫১.৩৭ গড়ে ৩টি সেঞ্চুরিতে ও ৬৬টি ফিফটিতে ১১ হাজার ৮৬৭ রান করেছেন এই বাঁহাতি। ২৬৮টি ওয়ানডে খেলে করেছেন ৮ হাজার ৭৭৮ রান।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর