শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১২:৩৭:৩৮

জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের হেরে যাওয়ার কারণ জানিয়েছে ভারতীয় মিডিয়া

জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের হেরে যাওয়ার কারণ জানিয়েছে ভারতীয় মিডিয়া

স্পোর্টস ডেস্ক : ওই মিডিয়ার প্রতিবেদন হাড্ডাহাড্ডি লড়াই। সঙ্গে সিরিজ জয়ের জন্য সব ভুলে ঝাঁপ। তাও হল না। অনেক রেকর্ড হল এদিন। কিন্তু ম্যাচে হার সব উৎসবেই জল ঢেলে দিল।

শেষ উইকেট পর্যন্ত লড়াই করলেন সাকিব-মাশরাফিরা। কিন্তু শেষরক্ষা হল না। ১৮ রানে ম্যাচ জিতে নিল জিম্বাবুয়ে। এর সঙ্গেই ২-২ এ ড্র হয়ে গেল সিরিজ। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের আগে এটাই ছিল প্রস্তুতি সিরিজ।

সেদিক থেকে দেখতে গেলে দলে নতুনদের দেখে নিল কোচ ও টিম ম্যানেজমেন্ট। এটাই প্রাপ্তি এই সিরিজের। ভারতের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার দেখিয়ে দিল জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের হেরে যাওয়ার কারণ।

বিশ্বকাপের আগে একটি ছোট দেশ বীরদর্পে বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন রুখে দেয়। সিরিজে নতুনদের (৬জনকে) সুযোগ দিয়ে পারফর্ম দেখে নেয়াকে হারের কারণ বলে ভাষ্য ওই মিডিয়ার।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঘরের মাঠে চার সিরিজের ম্যাচের প্রথম দুটো ম্যাচ পর পর জয়ের পর দ্বিতীয় ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে হারের মুখ দেখতে হয়েছিল বাংলাদেশকে। আজ সিরিজের শেষ ম্যাচের আগে সতর্ক ছিল দল।

শেষ ম্যাচ জিতে সিরিজ ৩-১ এ জিতে নেওয়া ছাড়া আর কিছুই ভাবছিলেন না সাকিবরা। খুলনায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। ১৮১ রানের বিরাট লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ বাংলাদেশ।

এক ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল জিম্বাবুয়ে। মাসাকাদজার অপরাজিত ৯৩ রানের ইনিংস ও মাদজিভার চার উইকেটই শেষ করে দিল হোম টিমকে। সূত্র : আনন্দবাজার
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে