স্পোর্টস ডেস্ক : ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচের শেষ ম্যাচ। সিডনির এই ম্যাচ নিয়ে অস্ট্রেলিয়াকে কড়া হুঁশিয়ারি দেয় ভারতীয় ক্রিকেটাররা। শেষ ম্যাচটি কিছুতেই অস্ট্রেলিয়াকে দেয়া হবে না বলে সপথবদ্ধ ভারতীয় ক্রিকেটাররা।
কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে ভারত। চার ওভার বাকি থাকতেই ভারতের সামনে ৩০০ রানের লক্ষ্য দাঁড় করেছে অস্ট্রেলিয়া।
৫ ম্যাচের শেষ ম্যাচে হারলে নতুন বছরে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হবে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে। কিন্তু সে পথেই যাচ্ছে অস্ট্রেলিয়া। হোয়াইট ওয়াশ হতে যাচ্ছে ভারত!
থেমে থাকে না ব্যাট বলের যুদ্ধ। রিপোর্ট তৈরী করার সময়ের ব্যবধানে দেখা গেল অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন ৪৬ ওভার ৫ বল শেষে ৩১২। ৫টি উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
ওয়ার্নার ১২২ রান করেছেন। মিচেল মার্শ সেঞ্চুরি থেকে ৫ রান পিছিয়ে রয়েছেন। মাঠের চিত্রে দেখা যায় আরো বিশাল সংগ্রহ পাবে অস্ট্রেলিয়া। আর তাতে কপাল পুড়তে পারে ভারতের। ৫-০তে হোয়াইট ওয়াশের তিলক যুক্ত হতে পারে ভারতীয় ক্রিকেটে।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর