শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০১:১২:১৪

মেসি-শাকিরাদের পরামর্শক হচ্ছেন ড. ইউনূস

মেসি-শাকিরাদের পরামর্শক হচ্ছেন ড. ইউনূস

স্পোর্টস ডেস্ক:  শিরোনাম শুনে আতকে উঠলেও সত্য যে মেসি-সাকিরা ও নোবেল বিজয়ী ড. ইউনূস এক সঙ্গে কাজ করতে যাচ্ছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রয়োজনীয় প্রচারে সহযোগিতার জন্য জাতিসংঘের মহাসচিব বান কি-মুন মেসি-সাকিরা সহ ১৫ জনের পরামর্শক প্যানেলের পরামর্শক হিসেবে নিযোগ দিয়েছেন ইউনূসকে।

পরামর্শক গ্রুপে ইউনূসের পাশাপাশি বেলজিয়ামের রানী মাথিলডে, সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, চলচ্চিত্র নির্মাতা রিচার্ড কার্টিস, জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সাসটেইনবেল ট্যুরিজম ফর এলিমিনেটিং পোভার্টি ফাউন্ডেশনের চেয়ারপারসন দো ইয়াং-শিম, জিবোই পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লিমাহ জিবোই, আলীবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা, ফাউন্ডেশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট গ্রাসা ম্যাচেল, ফুটবলার লিওনেল মেসি আছেন।

এছাড়া কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্ত্রী শেখা মোজা বিনতে নাসের, দ্য ভয়েস অব লিবিয়ান ওমেনের প্রতিষ্ঠাতা আলা মুরাবিত, ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা পল পোলম্যান, কলম্বিয়া ইউনিভার্সিটির আর্থ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জেফরি স্যাশ, গায়িকা ও ইউনিসেফের শুভেচ্ছা দূত শাকিরা মেবারাক এবং হোয়াইটেকার পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা ফরেস্ট হোয়াইটেকার রয়েছেন পরামর্শক প্যানেলে।

২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে