শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০১:২৭:১০

ভারতকে বিশাল টার্গেট দিল অস্ট্রেলিয়া

ভারতকে বিশাল টার্গেট দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:  পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সফরকারী ভারতকে ৩৩১ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটে গিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া সংগ্রহ করেছে ৭ উইকেটে ৩৩০ রান।

গতকালকের মত  আজো ডেভিড ওয়ার্নার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। ১১৩ বলে ১২২ রান করেন। আর ৬ নম্বরে নেমে মিচেল মার্শ  ২ ছক্কা ও ৯ চারে ৮৪ বলে ১০২ রানে অপরাজিত থাকেন। ২৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। পঞ্চম উইকেটে ওয়ার্নার ও মিচেল মার্শ সর্বোচ্চ ১১৮ রান যোগ করেন।  

২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে