শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০২:২২:১৪

আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৭৮ ধাপ এগোলেন মুস্তাফিজ

আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৭৮ ধাপ এগোলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশে ক্রিকেটের বিস্ময়কর বালক মুস্তাফিজ মানেই নতুন ঘটনা, নতুন চমক। গেল বছরে তার নজর কাড়া সেরা পারফম্যান্সের সুবাধে একের পর এক জয় পেয়েছে বাংলাদেশ। তবে নতুন বছরেও পুরনো সেই রুপ নিয়ে হাজির দেশ সেরা এই বোলার।

জিম্বাবুয়ে সিরিজে দুটি ম্যাচ খেলেই আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়েছেন মুস্তাফিজ।

জিম্বাবুয়ে সিরিজে প্রথম দুই ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। ৭৮ ধাপ এগিয়ে বাঁহাতি পেসার এখন আছেন ৩৭ নম্বরে। এছাড়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে।

২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে