স্পোর্টস ডেস্ক : নতুন বছরে বড় একটি আঘাত পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। আইসিসি র্যাঙ্কিয়ে বাংলাদেশের লজ্জাজনক আবনতি হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই উড়ে এল এই দুঃসংবাদ।
আইসিসিতে বাংলাদেশের রেটিং পয়েন্টে উন্নতি হয়েছে স্কটল্যান্ডের। এই স্টকল্যান্ড পেছনে ফেলেছে বাংলাদেশকে। এই কাজে সহায়তা করেছে জিম্বাবুয়ে।
রেটিং পয়েন্টে ৫ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা দশ থেকে নিচে নেমে গেছে বাংলাদেশ। আফগানিস্তানের পর এবার বাংলাদেশের উপরে উঠেছে স্কটল্যান্ড।
বাংলাদেশের পয়েন্ট ৬৪। অবস্থান একাদশতম স্থানে। ৬৬ পয়েন্ট নিয়ে দশ নম্বরে উঠেছে স্কটল্যান্ড। ৪ পয়েন্ট যোগ হয়েছে জিম্বাবুয়ের।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর