স্পোর্টস ডেস্ক: স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের ৪টিতে হেরে আজ শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত।
শনিবার প্রথমে ব্যাটিংয়ে নেমে সফরকারী ভারতের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ৩৩০ রান দাঁড় করায় অস্ট্রেলিয়া।
গত ম্যাচের ন্যায় আজো ছুটি থেকে মাঠে ফেরা ডেভিড ওয়ার্নার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। ১১৩ বলে ১২২ রান করেন। আর ৬ নম্বরে নেমে মিচেল মার্শ ২ ছক্কা ও ৯ চারে ৮৪ বলে ১০২ রানে অপরাজিত থাকেন। ২৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। পঞ্চম উইকেটে ওয়ার্নার ও মিচেল মার্শ সর্বোচ্চ ১১৮ রান যোগ করেন।
এখন শুধু দেখার অপেক্ষায় কি হচ্ছে শেষ ম্যাচে। ভারতের লজ্জার রেকর্ড, নাকি সম্মান রক্ষায় লড়বেন তারা।
যদিও ম্যাচের আগে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ঘোষণা দিয়েছেন, যে কোন মূল্যে সিরিজের শেষ ম্যাচ তার দল জয় তুলে নেবে। কিন্তু তার পরও শেষ ম্যাচে টিম অস্ট্রেলিয়ার কঠিন টার্গেট দেখে মনে হতে পারে হয়তো ভেস্তে যেতে পারে ভারত অধিনায়কের মুখের কথা।
তবে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিশাল রানের পাহাড় ভালোই মাড়ি দিচ্ছে ভারতের ব্যাটসম্যনরা। কোন উইকেট না হারয়ে ১৫ ওভারে তুলে নিয়েছে ৯৭ রান।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর