স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ব্যান্ড সাকিব আল হাসান। ব্যাটে-বলে অনন্য সাকিব। সময়ের প্রয়োজনে জ্বলে উঠতে কিঞ্চিত কিপটামি নেই তার। গেল বছরের ক্রিকেটের তিন ফরম্যাটে দারুণ ছন্দে ছিলেন সাকিব।
তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে দারুণ এক সুখবর পেলেন তিনি। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আবারো শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি অলরাউন্ডার। তার পরের অবস্থানে রয়েছেন পাকিস্তান টি২০ দলের অধিনায়ক শহিদ আফ্রিদি।
প্রসঙ্গত,টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং-বোলিং দু’টিরই শীর্ষে অবস্থান করছেন সাকিব আল হাসান।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর