রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ১২:৫৫:৫২

ফের সোহানের অতিচালাকিতে হারতে বসেছিল বাংলাদেশ

ফের সোহানের অতিচালাকিতে হারতে বসেছিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট নিয়ে ১৫২ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। প্রথম দিকে বাংলাদেশের বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেও জিম্বাবুয়ের মিডল অর্ডাররা ম্যাচের মোড় নিজেদের দিকে নিতে শুরু করে।

প্রথম দিকে একের পর উইকেট তুলে নিলেও শেষ মুহুর্তে এসে খেলায় উত্তেজনা চলে আসে। শেন উইলিয়ামসের ৪২ বলে ৬৪ রান ম্যাচের মোড় ঘুরে দেয়। অবশেষে শেষ বলে এসে চরম নাটকীয়তা মোড় নেয়। ৪ রানে জয় পেয়ে যখন বাংলাদেশ উদযাপনে ব্যাস্ত তখন টিভি আম্প্যায়ার বলটি শেষ বলটি 'নো বল' ঘোষণা করেন।

টিভি রিপ্লেটে দেখা যায় বলটি করার সময় উইকেটে গোড়ায় দাড়ানো নুরুল হাসান সোহান বল ধরার জন্য উইকেটে আগেই হাত বাড়িয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী বলটি 'নো বল' দিয়ে ফ্রি-হিট ঘোষণা করা হয়। ফলে ফের খেলা শুরু হয় এবং ১ বলে ৩ রান করতে পারেনি জিম্বাবুয়ে। ফলে এযাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। ৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবরা। 

ফের আরও একবার সোহানের অতিচালাকিতে হারতে বসেছিল বাংলাদেশ। তবে এইবারই প্রথম নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সোহানের অতিচালাকিতে শাস্তি পেয়েছিল গোটা দল। বাংলাদেশকে ৫ রান পেনাল্টি দিয়েছিল। বল করার সময় সোহান উইকেটের পিছন থেকে হঠাৎ অফ-সাইটে সরে যাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে বেশি ৫ রান যোগ হয়।  

প্লাওয়ার প্লের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপে পিষ্ট না হয়ে দারুণ ব্যাট করে যাচ্ছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। অর্ধশতকের মাইলফলক ছুঁয়ে ফেলেন ৪৫ বলে। আউট হওয়ার আগে এ ওপেনার খেলেছেন ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৫৫ বলে ৭১ রানের ইনিংস, যা তার ক্যারিয়ারসেরা। 

এর আগে ৪০ রান ছিল তার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান। শান্তর ৭১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করেছে ৭ উইকেটে ১৫০ রান। শেষ তিন ওভারে আশানুরূপ ব্যাট করতে পারেনি বাংলাদেশ।  শেষ তিন ওভার থেকে এসেছে মাত্র ২৪ রান। শেষ ওভারটি হতাশ করেছেন বাংলাদেশি সমর্থকদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে