স্পোর্টস ডেস্ক: চোট কাটিয়ে এক ম্যাচ পর লা লিগার খেলায় ফিরছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার ফেরার দিনে চোটে পড়ায় ম্যাচ থেকে চিটকে পড়েছেন সতীর্থ নেইমার।
তাই আজ রাত ৯টায় লা লিগার ম্যাচে মালাগার বিপক্ষে নেইমারকে ছাড়াই মাঠে নামবে ক্লাব বার্সা।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষের ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে বৃহস্পতিবারই ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন তিনি।
প্রসঙ্গত, গতকাল (শুক্রবার) অনুশীলনের সময় হ্যামস্ট্রিং চোটে পড়েন নেইমার। চলতি মৌসুমে মাত্র দুটি বাদে সব লিগ ম্যাচই খেলেছেন তিনি। গোল করেছেন ১৭টি।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ/আরিফুর রাজু/এআর