স্পোর্টস ডেস্ক: মেলবোর্নে রোববার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান গুটিয়ে যায় ১৩৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৮ রান সংগ্রহ করে নেয়।
৬ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় বারের মতো টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তারা ২০১০ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপের খেতাব জিতেছিল। পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন যে, দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির গুরুত্বপূর্ণ সময়ে চোট পাওয়াটাই তাদের জন্য কাল হল।
যদিও বাবরের সঙ্গে একেবারেই সহমত নন সুনীল গাভাস্কার। গাভাস্কার সাফ জানিয়ে দিলেন যে, শাহিন আফ্রিদি চোট না পেলেও পাকিস্তান হারত। বাবর এদিন ম্যাচের পর বলেন, 'আমাদের ২০ রান কম ছিল। কিন্তু শেষ ওভার ছিল অবিশ্বাস্য। আমাদের বোলিং অন্যতম সেরা। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে শাহিনের চোট আমাদের রেজাল্টে ফারাক গড়ে দিল। কিন্তু এটা খেলারই অঙ্গ।'
এই প্রসঙ্গে গাভাস্কার বলেন, 'আমার মনে হয় না যে, ওদের জেতার মতো যথেষ্ট রান করেছিল এদিন। ১৫-২০ রান কম ছিল। ১৫০ বা ১৫৫ করলে পাকিস্তানের ভালো সুযোগ থাকত। ওদের বোলাররা আরও ভাল সঙ্গ দিতে পারত। কিন্তু আমার মনে হয় না যে, শাহিন যে ডেলিভারিগুলি করতে পারেনি, তার জন্য খুব একটা ফারাক পড়ত। হয়তো ওরা আরও একটি উইকেট পেতে পারত। কিন্তু তাও ইংল্যান্ড জিতত।'