স্পোর্টস ডেস্ক : চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে গঠিত একটি সিরিজ খেলার কথা ছিল দুই দলের মধ্যে। তবে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে না-ও আসতে পারে ভারত। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।
আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে।
ভারতের অনুপস্থিতিতে আগস্ট মাসে বাংলাদেশ এখন অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে, সিদ্ধান্ত আসবে শিগগিরই।
এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, এখন বলাটা খুব কঠিন। ভারত সিরিজ হবে না, মাত্রই সেটা ঘোষণা হয়েছে। যদি সুযোগ হয় অন্য দলের সঙ্গে খেলার তাহলে খেলা হবে। না হলে অনুশীলন ক্যাম্প হবে। কিছু একটা হবে।
নাফিসের কাছে জানতে চাওয়া হয়, এই সময় কোনো ত্রিদেশীয় সিরিজ হতে পারে কি না? উত্তরে তিনি বলেন, সুযোগ থাকলে হবে।