স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে ইটালির না থাকা নিশ্চিতভাবে বড় ধাক্কা। চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা যোগ্যতা অর্জন করতে পারেনি। রবার্তো মানচিনির দল নর্থ ম্যাসিডোনিয়াকে প্লেঅফ ম্যাচে হারাতে পারেনি। ইটালির অন্যতম সেরা গোলরক্ষক জিওলিয়ানি বুফোনের মন ভাল নেই।
না থাকায় স্বাভাবিক, তার দেশ বিশ্বকাপের বাইরে। কিন্তু তাই বলে বুফোন বিশ্বকাপ দেখবেন না এমনটা নয়। ইতালি নেই, কোন দলকে সমর্থন করবেন? বিশ্বকাপের ৩২টি দেশের মধ্যে একটি দলকে সমর্থন করবেন বলে জানালেন তারকা গোলরক্ষক বুফোন। কিন্তু বিশ্বকাপে ফেভারিট কোনও দলকে সমর্থক করছেন না বুফোন।
ব্রাজিল, আর্জেন্টনা তো নয়ই। ইউরোপের কোনও দলকেও সমর্থন করছেন না এই ফুটবল তারকা। বুফোন জানিয়েছেন কাতার বিশ্বকাপে কাকে সমর্থন করবেন তিনি। ইটালি শেষ বার যখন বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিন্তু এই বিশ্বকাপে বুফোনের সমর্থন পাবে আফ্রিকার দেশ ক্যামেরুন।
ব্রাজিল, সার্বিয়া এবং সুইজারল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে হবে আফ্রিকার এই দেশকে। তার হয়েই গলা ফাটাবেন বুফোন। বিষয়টি নিয়ে বুফোন বলেছেন, “বিশ্বকাপে যখন ইটালি নেই, তখন আমি এ রকম দলকেই সমর্থন করব, যেখানে আমার সহখেলোয়াড় এবং বন্ধুরা খেলেন। অথবা এমন দলকে সমর্থন করব যারা আন্ডারডগ হিসাবে বিবেচিত। এই বিশ্বকাপে আমার পছন্দের দল ক্যামেরুন।”