বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ০৫:৪৯:৪৩

ব্রাজিল দলে কে কত নম্বর জার্সি পরে খেলবে? জেনে নিন

ব্রাজিল দলে কে কত নম্বর জার্সি পরে খেলবে? জেনে নিন

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা ২০ বছরের। ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জয়। তার পর ২০ বছর। নেইমারদের তাই এবাপ বড় পরীক্ষা। পাঁচবারের বিশ্বজয়ীদের অপেক্ষার প্রহর অনেকটাই লম্বা হয়েছে। ৬ নম্বর কাপ কি এবার আসবে! ব্রাজিল সমর্থকরা বলছেন, অবশ্যই। এবারই সেরা সময়। 

ফুটবল বিশ্বকাপ মানেই ব্রাজিল ফেভারিট। ব্রাজিল মানেই কাপ জেতার জন্য খেলবে। এতে নতুনত্ব কিছু নেই। তাই সমর্থকদের প্রত্যাশা তো থাকবেই। একের পর এক বিশ্বমানের ফুটবলার দলে। সেই ব্রাজিল এবার হেক্সা জয়ের স্বপ্নে বিভোর। বিশ্বকাপ খেলতে এসে কাতারে পা দিয়েই নেইমার বলেছেন,  ‘আমরা কাতারে খেতাব জিততেই এসেছি। সবাই দারুণ চনমনে হয়ে আছে।’ 

ব্রাজিল দলে কে কত নম্বর জার্সি পরে খেলবে? জেনে নিন। ১. আলিসন। ২৩. এদেরসন, ১২. ওয়েভের্তন। ২৪. ব্রেমার, ১৪. এদের মিলিতাও, ৪. মার্কিনোস, ৩. থিয়াগো সিলভা, ২. দানিলো, ১৩. দানি আলভেস, ৬. অ্যালেক্স সান্দ্রো, ১৬. অ্যালেক্স তেলেস।

১৭. ব্রুনো গিমারেস, ৫. কাসেমিরো, ২২. এভের্তন রিবেইরো, ১৫. ফাবিনিও, ৮. ফ্রেদ, ৭. লুকাস পাকেতা, ১৯. অ্যান্তোনি, ১৮. গ্যাব্রিয়েল জেসুস, ২৬. গ্যাব্রিয়েল মার্তিনেলি, ১০. নেইমার, ২৫. পেদ্রো, ১১. রাফিনিয়া, ৯. রিশার্লিসন, ২১. রোদ্রিগো, ২০. ভিনিসিয়ুস জুনিয়র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে