বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ০৭:০৭:০৮

জানিনা কী হতে যাচ্ছে: মেসি

জানিনা কী হতে যাচ্ছে: মেসি

স্পোর্টস ডেস্ক: ২০১৪ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জার্মানির কাছে হারের পর কোপা আমেরিকার দুটি আসরে শিরোপা জিততে ব্যর্থ হয়ে অভিমানে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। পরে সবার অনুরোধে তিনি আবারও ফিরে আসেন। এবার কাতার বিশ্বকাপের আগে পরিস্থিতি ভিন্ন। মেসির বয়স এখন ৩৫।

কোনো সন্দেহ নেই যে এটাই মেসির শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারটাও কি বিশ্বকাপের পরই শেষ করবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর?
সম্প্রতি এক সাক্ষাতকারে মেসিকে প্রশ্ন করা হয়েছিল তার ক্যারিয়ার নিয়ে। নিজের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি কথা বলেননি মেসি। 

তিনি পিএসজিতেও যে ভবিষ্যতে থাকবেন, সে বিষয়েও কিছু বলেননি। তেমনই প্রতিশ্রুতি দেননি ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফেরার বিষয়ে। মেসি শুধু বলেছেন, 'আমি ফুটবল ভালবাসি। খেলাটা উপভোগ করি। সারাজীবন ধরেই সেটা করে এসেছি। তাই ফুটবলের সঙ্গে যুক্ত এমন কোনো কাজই করব। জানিনা কী হতে যাচ্ছে। তবে খুব বেশিদিন খেলব বলে মনে হচ্ছে না। '

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে শিরোপা জয়ের অধরা স্বপ্ন কি এবার ধরা দেবে- এমন প্রশ্ন মেসি বলেন, 'আমি জানি না। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন ছিল। মাঠে নেমে নীল-সাদা জার্সি পরে খেলতে চেয়েছিলাম। 

কিন্তু এখন অনেক কিছুই মাথায় রাখতে হবে। সম্প্রতি আমার জীবনে বড় পরিবর্তন এসেছে এবং সেটা অনেক সময় নিয়েছে। এখন সেটা পেরিয়ে এসেছি। সুন্দর একটা শহরে থাকি এবং তাদের হয়ে ক্লাব ফুটবলে খেলি। প্রথম বছর কঠিন ছিল। খুব একটা উপভোগ করতে পারিনি। '

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে