বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১১:০০:৩৭

খবর এলো আইসিসি থেকে, সাকিব ১ নম্বরে!

খবর এলো আইসিসি থেকে, সাকিব ১ নম্বরে!

স্পোর্টস ডেস্ক: কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। তবু 
খবর এলো আইসিসি থেকে, সাকিব ১ নম্বরে! অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন এই টাইগার ক্রিকেটার। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ করা র‍্যাংকিংয়ে এমন সুখবর পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

সাকিবসহ অলরাউন্ডার র‍্যাংকিংয়ের প্রথম তিন স্থান অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ নবী ও হার্দিক পান্ডিয়া। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে সাকিব করেছেন ৪৪ রান, গড় ৮.৮ এবং স্ট্রাইক রেট ৯৫.৬৫। আর বোলিংয়ে ২৭.৮৩ গড় ও ৮.৭৮ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। সাকিবের মতো নবীরও বিশ্বকাপটা কেটেছে হতাশার। ৩ ম্যাচে ৫.৬৬ গড় এবং ১১৩.৩৩ স্ট্রাইক রেটে করেছেন ১৭ রান। বোলিংয়ে ৪৬ গড় এবং ৭.৬৬ ইকোনমিতে ১ উইকেট নিয়েছেন আফগান এই অলরাউন্ডার।

সাকিব, নবীর চেয়ে তুলনামূলক ভালো পারফরম্যান্স করেছেন হার্দিক । ৬ ম্যাচে ২৫.৬০ গড় এবং ১৩১.৯৫ স্ট্রাইক রেটে করেছেন ১২৮ রান। বোলিংয়ে ১৮.২৫ গড় এবং ৮.১১ ইকোনমিতে ভারতীয় এই অলরাউন্ডার নিয়েছেন ৮ উইকেট।

ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। এবারের বিশ্বকাপে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে ৫৯.৭৫ গড়ে করেছেন ২৩৯ রান। করেছেন তিন ফিফটি এবং স্ট্রাইক রেট ১৮৯.৬৮। র‍্যাংকিংয়ে উচ্চলাফ দিয়েছেন অ্যালেক্স হেলস। ২২ ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১২ নম্বরে উঠে এসেছেন হেলস। বিশ্বকাপে ৬ ম্যাচে ২ ফিফটিতে ২১২ রান করেছিলেন ইংলিশ এই ওপেনার। গড় এবং স্ট্রাইক রেট ছিল ৪২.৪০ এবং ১৪৭.২২।

বোলারদের র‍্যাংকিংয়ে আদিল রশিদ। ইংলিশ এই বোলার পাঁচধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন। ৬ ম্যাচে ৩৬.৭৫ গড় এবং ৬.১২ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২২ রানে ২ উইকেট নিয়েছিলেন ইংলিশ এই লেগস্পিনার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে