স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফুটবলার টিম কাহিল সাফ জানিয়ে দিলেন, কাতারে বিশ্বকাপ উঠছে ব্রাজিলের হাতেই! ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হবে সেলেকাওরা। বিশ্বকাপের সরকারি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার রেকর্ড গোলদাতা ও কাতারের লিগ্যাসি অ্যাম্বাসডর।
কাহিল এও বলেছেন যে, এবারের অন্যতম সম্ভাব্য চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দেশে ফিরতে হবে শেষ ষোলোয় খেলেই! কাহিল বিশ্বাস করেন যে, এই আর্জেন্টিনাকে হারিয়েই তার দেশ পৌঁছে যাবে শেষ আটে। কাহিলের মতে আগামী ১৮ ডিসেম্বর লুসেল স্টেডিয়ামে ফাইনাল খেলবে ব্রাজিল-বেলজিয়াম।
কাহিল বিশ্বকাপের ভবিষ্যদ্ধাণী করতে গিয়ে বলছেন, 'অস্ট্রেলিয়া যেহেতু আমার দেশ, সেহেতু চাইব ওরা ভালো করুক। আমরা লিওনেল মেসিকে থামাতে পারলেই থ্রু করে যাব। কেমেরুন, সেনেগাল ও ঘানায় প্রচুর বিশ্বমানের ফুটবলার রয়েছে। তার পৃথিবীর সবচেয়ে বড় বড় লিগেই খেলছে। ধারাবাহিক ভাবে ওরা প্রতিভাবান ফুটবলারদের জন্ম দিচ্ছে। আফ্রিকার কোনও দল বিশ্বকাপ জিততে পারলে দারুণ হবে।'
সাবেক এভারটনের ফুটবলার আরও বলছেন, 'আমি ইংল্যান্ডে খেলেছি। কিন্তু কাতারে থাকি। অ্যাসপায়ার অ্যাকাডেমির হয়ে কাজ করি। আমার কাছে আন্ডারডগ বেছে নেওয়া আবেগি সিদ্ধান্ত হবে। আমি বেলজিয়ামের বড় ভক্ত। দল এবং ম্যানেজমেন্টের। কিন্তু ব্রাজিলের বিরুদ্ধে খেলা কঠিন। ব্রাজিল সম্ভবত বিশ্বের অন্যতম শক্তিশালী দল। বিশ্বকাপ জেতার উজ্জ্বলতম সম্ভাবনা ওদের'।