বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ০১:২৩:৩৬

ইতালির বিশ্বরেকর্ড ভাঙ্গার পথে আর্জেন্টিনা!

ইতালির বিশ্বরেকর্ড ভাঙ্গার পথে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক: এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল আর্জেন্টিনা। গতকাল বুধবার আবুধাবিতে স্বাগতিকদের ৫-০ গোলে হারিয়েছে মেসিবাহিনী। এই জয়ের ফলে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রইল আলবিসেলেস্তেরা।

গতকাল ম্যাচের প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটে লিওনেল মেসির কাছ থেকে পাওয়া বল জালে জড়ান হুলিয়ান আলভারেস। স্বাগতিকদের চেপে ধরে ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল দি মারিয়া। তৃতীয় গোলও এসেছে দি মারিয়ার পা থেকে।

ম্যাচের ৪৪ মিনিটে গোলের দেখা পান লিওনেল মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকরের গোলে সহায়তা করেন দি মারিয়া। যদিও দ্বিতীয়ার্ধে এক গোলের বেশি করতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে পঞ্চম গোলটি করেন হুয়াকিন কোরেয়া। টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আছে ব্রাজিল ও স্পেনের।

গতকাল বুধবারের জয়ে তাদেরকে ছাড়িয়ে গেছে আর্জেন্টিনা। টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি অবশ্য ইতালির দখলে। ২০১৮-২০২১ সালে টানা ৩৭ ম্যাচে অপরাজিত ছিল ইতালি। আগামী দুই ম্যাচে অপরাজিত থাকলেই আর্জেন্টিনা ভেঙে দেবে ইতালির বিশ্বরেকর্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে