বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ০৮:২২:০০

যতক্ষণ ধোনি থাকবে, ততক্ষণ সবকিছু সম্ভব: টিম সাউদি

যতক্ষণ ধোনি থাকবে, ততক্ষণ সবকিছু সম্ভব: টিম সাউদি

স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। ৪৯ তম ওভারে দুই রান নিতে গিয়ে রান-আউট হয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই রান-আউট নিয়েই মুখ খুললেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

একটা রান-আউট। তাতেই হৃদয় ভেঙে গিয়েছিল ১০০ কোটির বেশি ভারতীয়র। আবার সেই রান-আউটের পরই কেন উইলিয়ামসনরা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে উঠতে চলেছে নিউজিল্যান্ড। সেই রান-আউট নিয়ে এবার মুখ খুললেন নিউজিল্যান্ডের তারকারা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাদা বলের সিরিজের আগে সরকারি সম্প্রচারকারী সংস্থা অ্যামাজন প্রাইম ভিডিওর তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে ২০১৯ সালের বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির সেই রান-আউট নিয়ে কথা বলতে শোনা গিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, টিম সাউদিরা।

কেন উইলিয়ামসন: আমার মনে হয়, (সেইসময়) আমি মিড-অফে ছিলাম। যেখানে সাধারণত আমি ফিল্ডিং করি। ওটা নিশ্চিতভাবে ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল। ওই দূরত্ব থেকে ডিরেক্ট থ্রোয়ে মার্টিন গাপ্টিল যে রান-আউট করেছিল, সেটা অবিশ্বাস্য। ওটা নিশ্চিতভাবে বিশাল বড় উইকেট ছিল।

টম লাথাম: আমি কোথায় ছিলাম? আমার উইকেটের পিছনে থাকা উচিত ছিল। কিন্তু আসলে আমি বলের পিছনে ছুটছিলাম। গাপ্টিল আমার আগে বল পেয়ে গিয়েছিল। তাই আমি আশা করছিলাম যে উইকেটের সামনে কেউ দাঁড়িয়ে থাকবে। কিন্তু ও একেবারে সোজাসুজি উইকেটে বল মেরেছিল। যা আমাদের খব কাজে দিয়েছিল।

মার্টিন গাপ্টিল: কলিন ডি গ্র্যান্ডহোমও ওখানে ছিল। ওখান থেকে ডিরেক্ট হিট হতেই হত। আমার মনে হয়, ধোনি যেখানে ছিল, সেখান থেকে কেউ বল নিয়ে উইকেটে মারলে ধোনি ক্রিজে ঢুকে যেত। আউট হত না। ম্যাচটা কী ছিল।

টিম সাউদি: ওটা দুর্দান্ত ছিল। অতটা দূর থেকে গাপ্টিল যে সোজাসুজি স্টাম্পে বল মেরেছিল, সেটা দারুণ ছিল। যারা মহেন্দ্র সিং (ধোনির) বিরুদ্ধে খেলেছে, তারা জানে যে যতক্ষণ ধোনি থাকবে, ততক্ষণ সবকিছু সম্ভব। যতক্ষণ সে ক্রিজে ছিল, ততক্ষণ ভারতের (জয়ের) একটা সুযোগ ছিল। ম্যাচের বড়সড় মুহূর্ত ছিল এটা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে