শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ০৭:৫১:১৩

খাবারের দাম দেখে কাতারে যাওয়া ফুটবলপ্রেমীরা হতভম্ভ!

খাবারের দাম দেখে কাতারে যাওয়া ফুটবলপ্রেমীরা হতভম্ভ!

স্পোর্টস ডেস্ক: ১ গ্লাস বিয়ার ১১০০ টাকা, কফি ৩৩০০ টাকা। কাতারে আসা ফুটবল অনুরাগীদের মাথায় হাত। খাবারের দাম দেখে চোখ কপালে। বিশ্বকাপে কাতারে যাওয়া ফুটবলপ্রেমীরা হতভম্ভ। বেশ কিছু ভক্ত বিশ্বকাপ ফ্যান জোনে খাবারের এমন মহার্ঘ তালিকা দেখে "হতাশাজনক" বলে মন্তব্য করেছেন। 

অতিরিক্ত দামের মেনুর কড়া নিন্দা করেছেন৷ বেসিক আইটেমের দাম অত্যাধিক করা হয়েছে। যদিও কাতার টুর্নামেন্টকে সেরা ফ্যান ফেস্টিভ্যাল হিসাবে বর্ণনা করা হয়েছে। তবে দর্শকদের জন্য আসলে এমনটা সত্যি নয় বলে অভিযোগ কাতারে যাওয়া ফুটবলপ্রেমীদের।

কাতার ফিফা বিশ্বকাপে ২০২২-এ প্রায় ৪০,০০০ অনুরাগীদের হোস্ট করতে প্রস্তুত। ফ্যান জোন থেকে পাওয়া প্রাথমিক খবরগুলিতে জানা গিয়েছে যে তারা ইতিমধ্যে তাদের আগে থেকেই বাইরে খেয়ে পেট ভরিয়ে মাঠে যাওয়াই ভাল হয়।

কারণ এই ১ গ্লাস বিয়ার ১১০০ টাকা। স্যালাড ৯ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০০ টাকা দাম এবং ৪.৬০ পাউন্ডের একটি গ্রিক স্যালাডের দাম প্রায় ৬০০ টাকার সমান। অন্যান্য আইটেমগুলির মধ্যে রয়েছে চিকেন কোয়েসাডিলাস এবং পেপারোনি পিৎজা, উভয়েরই দাম ৪ পাউন্ড (৮০০ টাকা)। 

প্রস্তাবিত খাবারের দাম এবং মানের নিম্নমানের কারণে অনুরাগীরা তাদের আয়োজক দেশে থাকার সময় কী খেতে হবে তা নিয়ে উদ্বেগে রেখেছে। কাতারের ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে, ইতালীয় আইসক্রিমের দাম ২৯ পাউন্ড (২৮০০ টাকা), পোলিশ কফি ৩৪ পাউন্ড (প্রায় ৩৩০০ টাকা) এবং ভেজিটেবল চিজবার্গারের দাম ৪৫ ইউরো (৩৮০০ টাকা)।

অ্যালকোহলযুক্ত পানীয়ের পরিপ্রেক্ষিতে, আধা লিটার বিয়ারের দাম ১৪ ডলার (১৪০০ টাকার বেশি), রয়টার্স জানিয়েছে। যা দেখে মুষড়ে পড়েছেন ফুটবলপ্রেমীরা। "আমার খরগোশগুলিকে আরও ভাল সালাড খাওয়ানো হয়," এক ভক্তকে উদ্ধৃত করে দ্য সান বলেছে। 

"এটি সহজেই এখন পর্যন্ত সবচেয়ে খারাপ বিশ্বকাপ হতে যাচ্ছে," অন্য একজন বলেছেন। ফিফা বিশ্বকাপ ২০২২ রবিবার, ২০ নভেম্বর স্বাগতিক কাতার এবং দক্ষিণ আমেরিকান দেশ ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী লড়াইয়ের মাধ্যমে শুরু হবে৷ ৩২ টি দল অংশগ্রহণ করবে। এমন টুর্নামেন্টে ১৮ ডিসেম্বর ফাইনাল খেলার সাথে মোট ৬৪ টি ম্যাচ রয়েছে৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে