রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১১:৩২:০০

বিশ্বকাপ ম্যাচে শুভ সূচনা বাংলাদেশের

বিশ্বকাপ ম্যাচে শুভ সূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : আইসিসি আয়োজিত বিশ্বকাপ আসরের প্রাথমিক ধাপ শুরু হয়েছে এরই মধ্যে। এবারের আসরে শিরোপার প্রত্যাশী বাংলাদেশ এরই মধ্যে একটি দেশের বিপক্ষে মাঠে নামে।

টাইগার বাহিনীর বিশাল জয় পাওয়া এই ম্যাচটি মাশরাফিদের সামনে অনন্য উদাহরণও বটে। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি ম্যাচে হেরে যায় মাশরাফিরা।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে দলকে বড় ব্যবধানে উড়িয়ে এই হারের বদলা নিয়েছে বাংলাদেশ। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ টিম যে একটি শক্তিশালী দল সে চিত্র ফের দেখা গেল মাঠের লড়াইয়ে।

সবকিছু সহায়ক হলে এটাই হতে পারে টাইগারদের শিরোপা জয়ের পূর্বাভাস! নাজমুলের সেঞ্চুরির সুবাধে ৫০ ওভারে ২৮৪ রান করে বাংলাদেশ টিম।

২২১ রানে থেমে যায় জিম্বাবুয়ের সব চেষ্টা। ফলে ৬৩ রানের বিশাল জয় পায় মিরাজ বাহিনী। বাংলাদেশের বোলাররা খুবই নিয়ন্ত্রিত বল করে এই ম্যাচে। ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চূড়ান্ত পর্বের লড়াই। এর আগে ওয়ার্মআপ ম্যাচে জয় পেয়ে বিশ্বকাপের জন্য শুভ সূচনা করেছে বাংলাদেশ টিম।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে