স্পোর্টস ডেস্ক : বিপিএলের একাদশ আসর নিয়ে দশর্ককদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। সেই আগ্রহ থেকেই শুরু হয় টিকিট নিয়ে বিশৃঙ্খলা। রোববার (২৯ ডিসেম্বর) টিকিটপ্রত্যাশী দর্শকেরা টিকিট নিয়ে বিসিবির ‘অবহেলা’র বিরুদ্ধে মিছিলও করেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) টুর্নামেন্টটের উদ্বোধনী দিন সেই বিশৃঙ্খলা আরও চরম মাত্রায় পৌঁছায়। টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকেরা। এমনকি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছিলেন তারা।
রোববার দুপুরে বিসিবি জানিয়েছে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন কোনো বুথে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে www.gobcbticket.com.bd এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। মধুমতি ব্যাংকের শাখাগুলোয় টিকিট না পেয়েই ক্ষুব্ধ হয়ে উঠেছেন দর্শকেরা। ২ নম্বর গেট ভাঙায় সোমবার টিমবাসগুলো ২ নম্বর গেট দিয়ে ঢুকতে পারেনি।
দুর্বার রাজশাহীর টিমবাস মাঠে ঢুকেছে ৪ নম্বর গেট দিয়ে। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশের লাঠিপেটা করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। আজ বেলা দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল মুখোমুখি হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।