রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১২:১০:০৯

এবার আমিরের প্রশংসায় সেই আজহারের অবাক করা কথা

এবার আমিরের প্রশংসায় সেই আজহারের অবাক করা কথা

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমিরকে দলে নেয়ায় ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী। তার সাথে যোগ দেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজও।

সে বিতর্ক চুরমার। টি-টোয়েন্টির পর আমির এখন খেলবেন পাকিস্তানের ওয়ানডে দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান টিম মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন ওয়ানডে অধিনায়ক আজহার আলী। আমিরের প্রসঙ্গই প্রাধাণ্য পায় সংবাদ সম্মেলনে।

পাকিস্তানসহ বিভিন্ন দেশের সাংবাদিকরা আমিরকে নিয়ে নানা প্রশ্ন করে আজহারের কাছে। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার তখন আমিরের প্রশংসা করেন।

আজহার যা বলেছেন তা অবাক হওয়ার মত। তিনি বলেছেন, আমিরের দিকে এখন বিশেষ দৃষ্টি আমার। আমরা সবকিছু ভুলে গেছি। এখন সবাই ঐক্যবদ্ধ থাকব।

আমির পাকিস্তানের উইকেটশিকারি বলার বলে স্বীকার করেন আজহার আলী। আজহার আলী সংবাদ সম্মেলনে বলেন, আমরা নিজেরা নিজেরা এই বিষয়ে আলোচনা করেছি।

এখন সবাই মিলেমিশে দলের সাফল্যর জন্য ঘুঁড়ে দাঁড়াতে চাই। দলে আমিরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আমির সঠিক যায়গায় বল ফেলতে পারেন।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টি-টোয়েন্টিতে ৩-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। আগামীকাল (সোমবার) থেকে নিউজিল্যান্ডের মাটিতে ৩ টি ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছে ওই দুই দেশ।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর   

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে