রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০১:১৮:০৩

ফিলিপ হিউজের স্মরণে প্রকাশিত হলো গান

ফিলিপ হিউজের স্মরণে প্রকাশিত হলো গান

স্পোর্টস ডেস্ক : নতুন রিকি পন্টিং আজোও উঁকি না দিয়ে পারে না কোটি কোটি ভক্তদের হৃদয়ে। ১৫টি মাস এরই মধ্যে হয়ে গেল। শন অ্যাবটের বলে প্রাণ হারান ফিলিপ হিউজ।

হিউজ যেভাবে মারা যান সেই কথাগুলো নিয়ে লেখা হয় একটি গান। ২০১৪ সালের ২৫ নমেম্বর আঘাত পেয়ে দুই দিন কোমায় থেকে চিরতরে না ফেরার দেশে চলে যাওয়া নতুন রিকি হিসাবে খ্যাতি অর্জন করা ফিলিপকে গানের মাধ্যমে স্বরণ করবে ক্রিকেটপ্রেমীরা।

হিউজকে নিয়ে গানের নাম ফরএভার আনবিট। ক্যানবেরার গীতিকার ও গায়ক জ্যাক বিলম্যান লিখেছেন এই গান। বিলম্যান অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে জানান, ফিলিপের বন্ধু হিসাবে নয় অসি ক্রিকেটভক্ত হিসাবে আমি এই গানটি লিখেছি।

গানটি লেখা ও প্রকাশের আগে ফিলিপ হিউজের পরিবারের সাথে কথা নিয়েছেন ওই গীতকার। বিলমান হিউজের বোন মেগানের সাথে কথা বলে গানটির প্রকাশ করেছেন বলেও জানান।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে