মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ০৯:৪৫:০৯

চাপের মুখে আর্জেন্টিনা কখনোই ভালো দল নয় : মাশরাফি

চাপের মুখে আর্জেন্টিনা কখনোই ভালো দল নয় : মাশরাফি

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের কাছে ২-১ গোলের অবিশ্বাস্য হারে কাতার বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা। খুব স্বাভাবিকভাবেই এই পরাজয়ে হৃদয় ভেঙে গেছে সমর্থকদের। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবস্থাও তাই। ম্যারাডোনা এবং আর্জেন্টিনার এই মহাভক্ত ম্যাচ শেষে ফেসবুকে লিখেছেন, চাপের মুখে আর্জেন্টিনা কখনোই ভালো দল নয়।

ম্যাশ লিখেছেন, ‘আর্জেন্টিনা সাপোর্ট করা সব সময় রিস্ক, কিন্তু কিছুই করার নাই। এই দলটাকেই সাপোর্ট করে যেতে হবে। আবার হয়তো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে। এটা নতুন কিছু না, তবে ওদের ডিফেন্স আবারও একবার এক্সপোজ হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য। তবে সৌদির সাথে ড্র এর থেকে খারাপ আশা করা যায় না। আর আর্জেন্টিনা কখনো অন্যদের মতো কামব্যাক করতে পারে না―সেটা আরও একবার প্রমাণিত। ’

তিনি আরো লিখেছেন, ‘৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না।  আর ঠিক এ কারণেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করিও না। ব্রেনের ভিতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভ কামনা পরের ম্যাচের জন্য। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে