স্পোর্টস ডেস্ক: বাইশের বিশ্বকাপ কি তারকাদের চোটের বিশ্বকাপ হয়ে উঠছে? একাধিক নামি খেলোয়াড় কাতারের বিমানেই উঠতে পারেননি। কেউ কেউ আবার দোহায় প্র্যাকটিস করার পর ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। এবার চোট নিয়ে কপালে ভাঁজ পড়ল ফ্রান্স ও ইংল্যান্ডের কপালে।
পা ফেলতে পারছেন না ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। ইরান ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন হ্যারি কেন। তারপর তাকে তুলেও নিয়েছিলেন কোচ গ্যারেথ সাউথগেট। বুধবার জানা গেল, পায়ের পাতায় বেশ ব্যথা রয়েছে ব্রিটিশ অধিনায়কের। তার স্ক্যান হওয়ার কথা।
শুক্রবার ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে নামবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। প্রথম ম্যাচে ইরানকে ৬ গোল দিলেও ইংল্যান্ডের হয়ে গোল পাননি হ্যারি কেন। তা নিয়ে একটা চাপ ছিলই। তার উপর যুক্ত হল হ্যারিকেনের পায়ের পাতার আঘাত। যদিও সাউথগেট বলেছেন, ‘আমি আশা করি হ্যারি কেন সেরে উঠবে। ওর চোট ততটা গুরুতর নয়।’
অন্যদিকে, বুধবার দুপুরেই জানা গিয়েছে, ফ্রান্সের লেফটব্যাক লুকাস হার্নান্ডেজ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। অস্ট্রেলিয়া ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। হাঁটুর চোটের জন্য এদিনই তাকে কাতার ছাড়তে হবে। চিকিৎসার জন্য বায়ার্ন তারকাকে নিয়ে যাওয়া হবে প্যারিসে। এখন দেখার হ্যারি কেনের স্ক্যান রিপোর্ট কী আসে।
ফ্রান্স কোচ দিদিয়ের দ্রেশচ্যাম্প বলেছেন, লুকাস হার্নান্ডেজের না থাকা ফরাসি দলের জন্য বড় ক্ষতি। চোটের জন্য কাতার যেতে পারেননি পল পোগবা।ছিটকে গিয়েছেন কঁতে। কাতারে গিয়েও বিশ্বকাপের বাইরে চলে গিয়েছেন ব্যালন ডি’অরজয়ী করিম বেনঞ্জিমা। এবার প্রথম ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপের বাইরে চলে গেলেন বায়ার্ন লেফট ব্যাক লুকাস হার্নান্ডেজ।