স্পোর্টস ডেস্ক: বদলি গোলরক্ষক হিসেবে ২০১৪ বিশ্বকাপে খেলেছিলেন। ২৯ বছর বয়সে যখন ২০১৮ বিশ্বকাপে জায়গা পাননি দলে, তখন শুইচি গোন্দার জাতীয় দলের ক্যারিয়ারটারই শেষ দেখে ফেলেছিলেন অনেকে।
তবে গোন্দা নিজে সেই দলে ছিলেন না। বিশ্বকাপে না খেলতে পেরে দমে যাননি। ২০২২ বিশ্বকাপ দলে ফিরেছেন। সেটাও কি দারুণভাবে! একেবারে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে। এখানেই শেষ নয়। একটা দুটো শট নয়, একে একে আটটা শট ঠেকিয়েছেন জার্মানির। দেখিয়েছেন এভাবেও ফিরে আসা যায়!
প্রত্যাবর্তনের গল্প অবশ্য তার ম্যাচেও আছে একটা। প্রথমার্ধে যে তার দোষেই গোলটা হজম করেছিল তার দল! ৩১ মিনিটে তিনি ফাউল করে বসেন জার্মান লেফটব্যাক ডেভিড রমকে। পেনাল্টিটাও ঠেকাতে পারেননি, যার ফলে ১-০ গোলে পিছিয়েই বিরতিতে যায় জাপান।
তবে এরপরই গোন্দা নিলেন স্পাইডারম্যানের রূপ। একটা নয়, দুটো নয়, আটটা সুযোগ ঠেকিয়েছেন জার্মানদের। যার ফলে ম্যাচে আরও পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা পেয়েছে ব্লু সামুরাইরা।
তিনি যে ভিতটা গড়ে দিলেন, তাতে দাঁড়িয়েই রিতসু দোয়ান আর তাকুমা আসানো করেন দুটো গোল, অবিশ্বাস্য এক জয়ের দেখা পেয়ে যায় জাপান। গোন্দা নিজে হয়ে যান ম্যাচের সেরা।