রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০২:৩৪:৩৯

‘সাকিব, সৌম্য সরকার ও মুস্তাফিজকে আমি গ্রাম থেকে তুলে এনেছি’

‘সাকিব, সৌম্য সরকার ও মুস্তাফিজকে আমি গ্রাম থেকে তুলে এনেছি’


 


স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেট নিয়ে সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ক্রিকেটের সাথে তার সম্পর্ক নিয়েও কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

রোববার দুপরে রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ‘জাতীয় যুবনীতি ও পদক্ষেপ এবং যুব অধিকার অ্যাসেম্বলি বিষয়ে উপস্থাপনা ও আলোচনা’অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে এসব বিষয়ে কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বীরেন শিকাদার বলেন, আমি ক্রিকেটের উন্নতির জন্য বেশি কিছু করতে পারিনি। তবে আমি  এই সাকিব, সৌম্য সরকার ও মুস্তাফিজকে গ্রাম থেকে তুলে এনেছি।

তারা জাতীয় দলে ভালো খেলছে। এরা ভালো করলে আমার ভালো লাগে। বীরেন শিকদার অনুষ্ঠান বলেন, সাকিব যখন ছক্কা হাঁকায় তখন আমি অভিনন্দিত হই।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের বেকারত্ব দূর করার জন্য ক্রিকেটের ভূমিকা কম নয়। বেকারত্ব দূর করার একটি পদক্ষেপ হিসাবে তিনি বলেন, ইন্টারমিডিয়েটের সর্বত্র অনার্স কোর্স চালু করা করা উচিত।

মন্ত্রী বলেন, আমাদের মোট জনসংখ্যার ৩ ভাগের এক ভাগ যুবক। আর এখানেই আমরা সৌভাগ্যবান জাতি। বীরেন শিকদার মনে করেন এই যুব সমাজকে কাজে লাগাতে পারলে দেশ বহুগুন এগিয়ে যাবে।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে