বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১১:৫৫:২৫

বাস্তবে হলো উল্টোটা, প্রথম ‘কলই’ ছিল মুশফিকের নামে!

বাস্তবে হলো উল্টোটা, প্রথম ‘কলই’ ছিল মুশফিকের নামে!

স্পোর্টস ডেস্ক: ক্ষোভ, দুঃখ আর বেদনা- যাই বলা হেক না কেন, বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছেন মুশফিকুর রহিম; কিন্তু তাই বলে ভাববেন না, টি-টোয়েন্টি ফরম্যাটে তার ডিমান্ড কমে গেছে। তাই যদি কমতো, তাহলে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে মুশফিক হয়তো দলই পেতেন না। আর পেলেও তাকে ডাকা হতো অনেক পরে।

কিন্তু বাস্তবে হলো উল্টোটা। লিটন দাসের পর উন্মুক্ত প্লেয়ার্স ‘কলে’ দ্বিতীয় নামটিই ছিল মুশফিকুর রহিমের। এবার অন্য কোনো দল নয়, দেশের সব সময়ের সফলতম ও সেরা অধিনায়ক মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের প্রথম ‘কলই’ ছিল মুশফিকুর রহিমের নামে।

কেন মুশফিকে এত আস্থা মাশরাফির? আজ বুধবার রাজধানীর লা মেরিডিয়ান পাঁচ তারকা হোটেলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষে এ প্রশ্ন রাখা হলে সিলেট স্ট্রাইকার্সের অটো চয়েজ মাশরাফি বলেন, ‘মুশফিক অলওয়েজ চ্যাম্পিয়ন। মুশফিক যে কোন সময় যে কোন ম্যাচে যে কোন মোমেন্টেই সেরাটা সবসময় দিয়ে এসেছে।’

‘ক্রিকেট খেলোয়াড়ের কি কোন গ্যারান্টি আছে! সে অনফিল্ডে কেমন খেলবে সেটা নির্ভর করে ওইদিনের উপর। সো প্লেয়ার হিসেবে মুশফিক কেমন সেই প্রশ্ন আমার মনে হয় না এখানে কারো আছে। এখন কেমন করবে সেই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। তবে আমাদের প্রথম চয়েজে ছিল মুশফিক, যেটা প্ল্যানিংয়েই ছিল। পরিকল্পনা অনুযায়ী তাকে পেয়েছি আমরা। এটা দলের জন্য খুব ভালো হয়েছে।’

তার নিজের ফিটনেস কোন মাত্রায় আছে? জানতে চাওয়া হলে মাশরাফির জবাব, ‘ফিটনেস তো আসলে মাপা যায় না। কোন পর্যায়ে আছে বলতে পারবো না, দেখা যাক। ন্যাশনাল টিমে তো আর খেলতে নামছি না, ওটা নিয়ে চিন্তা করি না। ন্যাশনাল টিমে যারা খেলছে তারা চিন্তা করবে। এটা তো আর ন্যাশনাল টিম না। আর বিপিএল দেখা যাক কতদিন খেলা হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে