শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ০৮:০৯:৫৭

৮৫৭ মিনিট গোল খাননি, কে এই লাল কার্ড দেখা গোলরক্ষক!

৮৫৭ মিনিট গোল খাননি, কে এই লাল কার্ড দেখা গোলরক্ষক!

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে প্রথম বার দেখা গেল লাল কার্ড। ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসি শুক্রবার লাল কার্ড দেখেন। খেলার নির্ধারিত সময় শেষ হতে তখনও চার মিনিট বাকি। সেই সময় অহেতুক লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন এক সময় টানা ৮৫৭ মিনিট গোল না খাওয়া হেনেসি। 

ইরানের বিরুদ্ধে ম্যাচটি হেরেও গেল ওয়েলস। হেনেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ১০ মিনিটের মধ্যে পরপর দুটি গোল খেয়ে যায় ওয়েলস। ৮৫৭ মিনিট গোল খাননি, জেনে নিন কে এই লাল কার্ড দেখা গোলরক্ষক!

৮৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন হেনেসি। ম্যাচে তখনও কোনও গোল হয়নি। ইরানের নির্বিষ একটি আক্রমণের জবাবে হঠাৎ গোল বক্সের বাইরে চলে আসেন হেনেসি। ইরানের স্ট্রাইকারকে আটকাতে পা তুলে দেন তিনি। বল চলে যাওয়ার পর পা ওঠায় সরাসরি লাল কার্ড দেখানো হয় হেনেসিকে। 

রেফারি প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন। কিন্তু ‘ভার’ দেখে নিজের সিদ্ধান্ত বদল করেন। সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। এরপরেই পাল্টে যায় ম্যাচের ফল। শেষ বেলায় ইরান দুটি গোল করে। ম্যাচটি হেরে যায় হেনেসির দেশ।

ইংল্যান্ডের লিগ টু-তে স্টোকপোর্ট কাউন্টির হয়ে খেলার সময় ৮৫৭ মিনিট কোনও গোল না খাওয়ার রেকর্ড গড়েন হেনেসি। তার জীবনের প্রথম ক্লাব ছিল উল্ভারহেম্পটন ওয়ান্ডারার্স। সেই দল থেকে লোনে প্রথমে তিনি যান ব্রিস্টল সিটিতে। পরে স্টোকপোর্টে খেলতে যান হেনেসি। সেখানেও গিয়েছিলেন লোনে। 

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেসের হয়েও খেলেছেন হেনেসি। সেই দলের হয়ে ৭ বছরে ১১০টি লিগ ম্যাচ খেলেছেন তিনি। এখন তিনি খেলেন নটিংহ্যাম ফরেস্টের হয়ে। ওয়েলসের হয়ে হেনেসির অভিষেক হয় ২০০৭ সালে। ১০৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে দেশের হয়ে। 

৩৫ বছরের হেনেসি দেশের অন্যতম সেরা গোলরক্ষক। তার উপর ভরসা রেখেই বিশ্বকাপে খেলতে নেমেছিল ওয়েলস। কিন্তু লাল কার্ড দেখে তিনি বেরিয়ে যাওয়ায় গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে না হেনেসিকে।

২০১৯ সালে একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন হেনেসি। সেবার তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে নাৎজ়ি স্যালুট করার। হেনেসি যদিও তা অস্বীকার করেন। তার সতীর্থ একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছিল বাঁ হাত দিয়ে নাক এবং ঠোঁটের মাঝে গোঁফ বোঝানোর চেষ্টা করছেন হেনেসি। অন্য হাত মুঠো করে সামনের দিকে তোলা। 

হেনেসি যদিও স্বপক্ষে প্রমাণ দেওয়ার জন্য বেশ কিছু ছবি জমা দেন এফএ-র (ইংল্যান্ডের ফুটবল সংস্থা) কাছে। সেখানে দেখা যায় ডান হাত তুলে সতীর্থদের নির্দেশ দিচ্ছেন তিনি। হেনেসি দাবি করেন, তিনি নাৎজ়ি স্যালুট সম্পর্কে কিছু জানেন না। সতীর্থদের নির্দেশ দেওয়ার জন্যই ওই রকম ভঙ্গি করেছিলেন তিনি। 

এফএ তার যুক্তি মেনে নেয় এবং প্রমাণের অভাবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করে দেয়। শুক্রবার তাঁর বেরিয়ে যাওয়া আরও একটি বিতর্ক তৈরি করবে তা বলাই যায়। তিনি যে ভাবে অহেতুক লাল কার্ড খেয়ে দলকে ১০ জন করে দিলেন, তা নিয়ে কথা শুনতে হতে পারে তাকে। আর এই হেরে পরের পর্বে যাওয়াও কঠিন হল ওয়েলসের জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে